এর আগে বহু ছবির সূত্রধর হয়েছেন অমিতাভ বচ্চন। ছবি শুরুর আগে চলেছে তাঁর দেশে জাগানো কণ্ঠস্বর। উল্লেখযোগ্য ‘লগান’… তালিকা কিন্তু বেশ লম্বা। ফের একটি ছবির সূত্রধরের ভূমিকা পালন করবেন ‘দ্য ব্যারিটোন ম্যান অফ ইন্ডিয়া’। এবার তিনি সূত্রধর ‘রাধে শ্যাম’ ছবির। যে ছবিতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস ও পূজা হেগড়ে। অনেকেই হয়তো জানেন, দক্ষিণ ভারতেরই একটি ছবি ‘প্রজেক্ট কে’তে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন প্রভাস ও অমিতাভ। সেই ছবিতে রয়েছেন বিগ বির অনস্ক্রিন কন্যা দীপিকা পাড়ুকোনও।
‘রাধে শ্যাম’ ছবির পরিচালক রাধাকৃষ্ণ কুমার। বহুভাষিকতা নির্ভর ছবিতে হস্তরেখাবিদ্যায় পারদর্শী এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। ৭০ দশকের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবি। ইউরোপের পটভূমিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। এর জন্য দেশ-বিদেশে শুটিং চলেছে। ইটালি, জর্জিয়ায় যেমন শুটিং হয়েছে, শুটিং হয়েছে হায়দরাবাদেও। ছবিকে ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশার পাহাড়। পূজা হেগড়েকে দেখা যাবে এক্কেবারে নতুন অবতারে। ছবিতে নজর কাড়তে চলেছে ভিজ়ুয়্যাল এফেক্টস।
প্রত্যাশা যাতে আশাতীত ফল করে, তাই ভরসা হিসেবে থাকছেন অমিতাভ। তাঁরই ব্যারিটোন কণ্ঠস্বরকে সঙ্গী করে এগিয়ে যাবে ছবির গল্প। ছবির পরিচালক রাধাকৃষ্ণ কুমার বলেছেন, “১৯৭০ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। সারাদেশকে জাগিয়ে তুলতে পারবে এমনই একটি কণ্ঠ চাইছিলাম আমরা। কে আছেন অমিতাভ বচ্চন ছাড়া। তাঁকে সকলেই ভালবাসেন, সম্মান করেন। ‘রাধে শ্যাম’-এর সূত্রধার হিসেবে তাঁকে পেয়ে আমরা সত্যিই ভীষণ খুশি হয়েছি।” ছবির প্রযোজক ভূষণ কুমার, ভামসি ও প্রমোদ। ২০২২ সালের মার্চের ১১ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: Raj Kundra: রাজ কুন্দ্রা-পর্নোগ্রাফি মামলায় নতুন মোড়, গ্রেফতার আরও ৪, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন: Priyanka-Nick-Rosie: প্রিয়াঙ্কাকে ‘সামওয়ান চোপড়া’ বলে সম্বোধন, পরে কেন ক্ষমা চাইলেন কমেডিয়ান?
এর আগে বহু ছবির সূত্রধর হয়েছেন অমিতাভ বচ্চন। ছবি শুরুর আগে চলেছে তাঁর দেশে জাগানো কণ্ঠস্বর। উল্লেখযোগ্য ‘লগান’… তালিকা কিন্তু বেশ লম্বা। ফের একটি ছবির সূত্রধরের ভূমিকা পালন করবেন ‘দ্য ব্যারিটোন ম্যান অফ ইন্ডিয়া’। এবার তিনি সূত্রধর ‘রাধে শ্যাম’ ছবির। যে ছবিতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস ও পূজা হেগড়ে। অনেকেই হয়তো জানেন, দক্ষিণ ভারতেরই একটি ছবি ‘প্রজেক্ট কে’তে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন প্রভাস ও অমিতাভ। সেই ছবিতে রয়েছেন বিগ বির অনস্ক্রিন কন্যা দীপিকা পাড়ুকোনও।
‘রাধে শ্যাম’ ছবির পরিচালক রাধাকৃষ্ণ কুমার। বহুভাষিকতা নির্ভর ছবিতে হস্তরেখাবিদ্যায় পারদর্শী এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। ৭০ দশকের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবি। ইউরোপের পটভূমিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। এর জন্য দেশ-বিদেশে শুটিং চলেছে। ইটালি, জর্জিয়ায় যেমন শুটিং হয়েছে, শুটিং হয়েছে হায়দরাবাদেও। ছবিকে ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশার পাহাড়। পূজা হেগড়েকে দেখা যাবে এক্কেবারে নতুন অবতারে। ছবিতে নজর কাড়তে চলেছে ভিজ়ুয়্যাল এফেক্টস।
প্রত্যাশা যাতে আশাতীত ফল করে, তাই ভরসা হিসেবে থাকছেন অমিতাভ। তাঁরই ব্যারিটোন কণ্ঠস্বরকে সঙ্গী করে এগিয়ে যাবে ছবির গল্প। ছবির পরিচালক রাধাকৃষ্ণ কুমার বলেছেন, “১৯৭০ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। সারাদেশকে জাগিয়ে তুলতে পারবে এমনই একটি কণ্ঠ চাইছিলাম আমরা। কে আছেন অমিতাভ বচ্চন ছাড়া। তাঁকে সকলেই ভালবাসেন, সম্মান করেন। ‘রাধে শ্যাম’-এর সূত্রধার হিসেবে তাঁকে পেয়ে আমরা সত্যিই ভীষণ খুশি হয়েছি।” ছবির প্রযোজক ভূষণ কুমার, ভামসি ও প্রমোদ। ২০২২ সালের মার্চের ১১ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: Raj Kundra: রাজ কুন্দ্রা-পর্নোগ্রাফি মামলায় নতুন মোড়, গ্রেফতার আরও ৪, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন: Priyanka-Nick-Rosie: প্রিয়াঙ্কাকে ‘সামওয়ান চোপড়া’ বলে সম্বোধন, পরে কেন ক্ষমা চাইলেন কমেডিয়ান?