AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Animal Movie Controversy: ফুঁপিয়ে কাঁদতে-কাঁদতে ভেঙে পড়ে সিনেমাহল থেকে মাঝপথে বেরিয়ে গেল ছাত্রী; সংসদে চিৎকার মায়ের

Chaos in Cinema Hall: একটি অল্প বয়সি মেয়ে সিনেমা হলে টিকিট কেটেছিলেন একটা ছবি দেখার জন্য। ১ ডিসেম্বর মুক্তির পর থেকে যে ছবিকে ঘিরে আলোচনা সর্বত্র এবং আলোচনার চেয়ে সমালোচনাই বেশি, সেই 'অ্য়ানিম্যাল' ছবির টিকিট কেটেছিলেন মেয়েটা। পপকর্ন-ঠান্ডা পানীয় কিনে হলের মধ্যে ঢুকেছিল ছবিটি দেখার জন্য। তারপরই ঘটে যায় বিপত্তি। মেয়েটিকে চোখের জলে, নাকের জলে হতে হয়েছে।

Animal Movie Controversy: ফুঁপিয়ে কাঁদতে-কাঁদতে ভেঙে পড়ে সিনেমাহল থেকে মাঝপথে বেরিয়ে গেল ছাত্রী; সংসদে চিৎকার মায়ের
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 2:11 PM
Share

একটি অল্প বয়সি মেয়ে সিনেমা হলে টিকিট কেটেছিলেন একটা ছবি দেখার জন্য। ১ ডিসেম্বর মুক্তির পর থেকে যে ছবিকে ঘিরে আলোচনা সর্বত্র এবং আলোচনার চেয়ে সমালোচনাই বেশি, সেই ‘অ্য়ানিম্যাল’ ছবির টিকিট কেটেছিলেন মেয়েটা। পপকর্ন-ঠান্ডা পানীয় কিনে হলের মধ্যে ঢুকেছিল ছবিটি দেখার জন্য। তারপরই ঘটে যায় বিপত্তি। মেয়েটিকে চোখের জলে, নাকের জলে হতে হয়েছে।

ঘটনাচক্রে মেয়েটি সাধারণ পরিবার থেকে আসেন না। তাঁর মা সাংসদ। ছত্তীসগড়ের এমপি রঞ্জিত রঞ্জন। তাঁরই কন্যা ‘অ্যানিম্যাল’ ছবি দেখতে গিয়েছিলেন প্রেক্ষাগৃহে। ছবি দেখতে গিয়ে হল থেকে হাউহাউ করে কাঁদতে-কাঁদতে বেরিয়ে আসেন তিনি। ঘটনাটি জেনে চুপ থাকতে পারেননি তাঁর মা রঞ্জিত রঞ্জন। বিষয়টিকে তুলে এনেছেন সংসদে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত ছবিকে তুলোধনা করেছেন তিনি। ছিছিক্কার জানিয়েছেন ‘অ্যানিম্যাল’-এর গল্পকে। চিৎকার করে উঠেছেন সংসদে দাঁড়িয়ে। বলেছেন, “জঘন্য গল্প। আমার মেয়েটাকে কাঁদিয়ে ছেড়েছে ছবিটা। ছিঃ।”

সংসদে দাঁড়িয়ে সাংসদ ‘মা’ চিৎকার করে বলেছেন, “সমাজের প্রতিচ্ছবি সিনেমা। ছোট থেকে সিনেমা দেখেই বড় হই আমরা।নতুন প্রজন্মের ছেলেমেয়েরা প্রভাবিত হয়। ‘কবীর সিং’ থেকে শুরু করে ‘পুষ্পা’, এবং এখন ‘অ্যানিম্যাল’। আমার কন্যা দ্বিতীয় বর্ষের ছাত্রী। বান্ধবীদের সঙ্গে ‘অ্যানিম্যাল’ দেখতে গিয়েছিল সিনেমা হলে। কেঁদে বেরিয়ে এসেছে হল থেকে। পুরো সিনেমা দেখতে পারেনি বসে।”

এক মায়ের আর্তনাদ থামে না সেই মুহূর্তে। সিনেমায় হিংসা, যৌনতা, নারী নির্যাতন দেখানোকে তিনি ধিক্কার জানিয়েছেন। “প্রতিবাদের সময় এসেছে। চিন্তাভাবনার সময় এসেছে,” স্পষ্ট ভাষায় বলেছেন সাংসদ। বর্তমান প্রজন্মের উপর খারাপ প্রভাব ফেলতে পারে এই ধরনের কনটেন্ট, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।