Bollywood Drug Case: ‘গোপনে নিয়ে নেব…’, মাদক নিয়ে অনন্যার সঙ্গে আরিয়ানের বিস্ফোরক চ্যাট ফাঁস!

গত এপ্রিল মাসে অর্থাৎ এই বছরেই মাদক নিয়ে কথা হয়েছে অনন্যা ও আরিয়ানের। আর এক চ্যাটে দেখা গিয়েছে কোকেন নিয়েও দুই বন্ধুর সঙ্গে কোকেন নিয়েও কথোপকথন চালাতে দেখা গিয়েছে তাঁকে।

Bollywood Drug Case: 'গোপনে নিয়ে নেব...', মাদক নিয়ে অনন্যার সঙ্গে আরিয়ানের বিস্ফোরক চ্যাট ফাঁস!
অনন্যা ও আরিয়ান।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 4:00 PM

আরিয়ান খান মাদক কাণ্ডে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। অনন্যা পাণ্ডের সঙ্গে মাদক নিয়ে কথা হয়েছে শাহরুখ-পুত্রের। একবার নয় বেশ কয়েকবার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক্সক্লুসিভলি দাবি করেছে এমনটা। সেই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী,  অনন্যার কাছ থেকে গাঁজা চেয়েছিলেন আরিয়ান। অনন্যা তাঁকে যোগান দেওয়ার কথা জানিয়ে লিখেছিলেন, “আমি এখন ব্যবসায় রয়েছি”। কীসের ব্যবসা? মাদক যোগানের নাকি এনসিবি’র আশঙ্কাকে সত্যি করেই আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত রয়েছেন ওই দুই স্টারকিড উঠছে নানা প্রশ্ন। কী লেখা রয়েছে ওই চ্যাটে, দেখে নেওয়া যাক…

আরিয়ান- গাঁজা

অনন্যা- হ্যাঁ, এখন চাহিদা বেশি

আরিয়ান- তোমার থেকে গোপনে নেব

অনন্যা- ফাইন

এরপর আর এক চ্যাট ঘেঁটেও মাদক নিয়ে তাঁদের কথোপকথন চোখে পড়েছে…কী লেখা রয়েছে তাতে?

অনন্যা- এখন আমিও এই বিজনেসে রয়েছি

আরিয়ান- তুমি কি গাঁজা এনেছ?

আরিয়ান- অনন্যা…

অনন্যা- আমি আনছি

গত এপ্রিল মাসে অর্থাৎ এই বছরেই মাদক নিয়ে কথা হয়েছে অনন্যা ও আরিয়ানের। আর এক চ্যাটে দেখা গিয়েছে কোকেন নিয়েও দুই বন্ধুর সঙ্গে কোকেন নিয়েও কথোপকথন চালাতে দেখা গিয়েছে তাঁকে। যেখানে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে পরিহাস করতেও দেখা গিয়েছে আরিয়ানকে। কী লেখা রয়েছে তাতে?

আরিয়ান- চলো কাল কোকেন নিই

আরিয়ান- তোমাদের ধরিয়ে দেব…

আরিয়ান- এনসিবি’কে বলছি…

মঙ্গলবার অর্থাৎ আজ বম্বে আদালতে আরিয়ান খান মাদক মামলার শুনানি চলছে। এর মধ্যে এই সব চ্যাট নিঃসন্দেহে বাড়তি চাপ। এনসিবি আরিয়ানের জামিন আটকাতে ইতিমধ্যেই হলফনামা জমা দিয়েছে। অন্যদিকে অনন্যাকেও তিন বার ডেকে পাঠিয়েছে এনসিবি। সোমবার এনসিবি’র দফতরে তৃতীয়বারের জন্য অনন্যার আসার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই যাত্রা এড়িয়েছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, এনসিবি’র এই ঘনঘন তলবে নাকি বেশ আশঙ্কাতেই চাঙ্কি কন্যা। যদিও এর আগে দুই দফার জেরায় অনন্যা নাকি জানিয়েছিলেন, গাঁজা যে মাদক তা তিনি জানতেনই না। আরিয়ানের সঙ্গে তাঁর যদি গাঁজা নিয়ে চ্যাট হয়েও তাঁকে তাতে করে নিছকই মজা করছিলেন তিনি। কোন দিকে জল গড়াচ্ছে এখন সেটাই দেখার।

আরও পড়ুনAryan Khan Drug Case: ‘আরিয়ানের মুক্তির জন্য চাওয়া হয়েছিল ২৫ কোটি টাকা’, মুম্বই মাদককাণ্ডে বিস্ফোরক দাবি সাক্ষীর

 Aryan Khan-Ananya Panday’s WhatsApp Chats Leaked Ahead His Bail Plea Hearing In Bombay HC – Read Their Full Conversation Here