AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepika Padukone: বলিউডে নম্বর ১, কিন্তু বিদ্যে উধাও! জানেন দীপিকার পড়াশোনার দৌড় কতদূর?

Deepika Padukone: এই মুহূর্তে বলিউডে সবচেয়ে দামি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এ হেন দীপিকার বিদ্যের দৌড় জানেন?

Deepika Padukone: বলিউডে নম্বর ১, কিন্তু বিদ্যে উধাও! জানেন দীপিকার পড়াশোনার দৌড় কতদূর?
দীপিকা
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 7:42 PM
Share

এই মুহূর্তে বলিউডে সবচেয়ে দামি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এ হেন দীপিকার বিদ্যের দৌড় জানেন? এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন নিজেই, জানিয়েছিলেন মডেলিংয়ে কেরিয়ার গড়তে গিয়ে পড়াশোনাই আর করা হয়নি তাঁর। জানিয়েছিলেন কলেজও পাস করতে পারেননি তিনি। কত অবধি পড়েছেন বলিউডের এই ডিভা? দীপিকার কথায়, “আমি কলেজ যাইনি। কোনও ক্রমে ১২ ক্লাস পাস করেছি। হ্যাঁ কোনওক্রমে। কারণ ওই বয়স থেকেই আমি মডেল হিসেবে বেশ নাম করেছিলাম। আমি বেঙ্গালুরুর বাসিন্দা ছিলাম। কিন্তু কাজের জন্য সে সময় মুম্বই-দিল্লি করে বেড়াচ্ছিলাম আমি। তাই আর পড়াশোনা করা হয়নি আমার।”

তবে চেষ্টা যে করেননি তা কিন্তু নয়। বাবা মা চেয়েছিলেন মেয়ে অন্তত কলেজ পাস করুক। সেই ইচ্ছেকে মর্যাদা দিয়েই কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। দীপিকা যোগ করেন, “আমি ভর্তি হলেও কলেজ যেতে পারিনি। ডিসটেন্সে পড়তে চেয়েছিলাম। কিন্তু সেটাও আর হয়ে উঠল না। আমার বাবা মা ব্যাপারটা ভাবে নেননি প্রথমে। কিন্তু পরে তাঁরা বুঝেছেন আমি মডেলিং-অভিনয় কতটা ভালবাসি।”

প্রথাগত পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও বলিউডে পা রাখার আগে কিন্তু অভিনয়টা মন দিয়ে শিখেছিলেন দীপিকা। তিনি অনপুম খেরের ছাত্রী ছিলেন। তাঁর অভিনয়ের স্কুলে বাধ্য ছাত্রীর মতো বহুদিন ক্লাস করেছেন তিনি। এ ছাড়াও ‘ওম শান্তি ওম’-এ ডেবিউয়ের আগে অভিনয়ে ডিপ্লোমা কোর্সও করেছেন তিনি। দীপিকা সুঅভিনেত্রী। যা হতে চেয়েছিলেন, হয়েছেন তাই-ই। বাড়ি থেকেও জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয়নি তাঁকে। সেই কারণে সাফল্যও তাঁকে ছেড়ে যায়নি। আজ তিনি সারা বিশ্বে পরিচিত তাঁর অভিনয়ের জন্যই।