Dharmendra: বাড়িতে বসেই ‘চাক্কি পিসিং’ করলেন ধর্মেন্দ্র, কিংবদন্তির শারীরিক শক্তিতে মুগ্ধ নেটিজ়েন

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 30, 2021 | 9:32 PM

সম্প্রতি করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। সেই ছবিতে রয়েছেন জয়া বচ্চন, শাবানা আজ়মি, আলিয়া ভাট, রণবীর সিং, চূর্ণা গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরীও।

Dharmendra: বাড়িতে বসেই চাক্কি পিসিং করলেন ধর্মেন্দ্র, কিংবদন্তির শারীরিক শক্তিতে মুগ্ধ নেটিজ়েন
ধর্মেন্দ্র।

Follow Us

কতখানি ফিটনেস থাকলে কোনও মানুষ ৮৬ বছর বয়সেও ‘চাক্কি পিসিং’ করতে পারেন। কথা হচ্ছে ধর্মেন্দ্রকে নিয়ে। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল। ৮৬ বছর বয়সে সাইক্লিং মেশিনে বসে হাত-পা চালিয়ে ময়দা তৈরি করতে দেখা যায় ধর্মেন্দ্রকে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তাঁরই অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তাঁর ফিটনেস দেখে সকলে অবাক।

‘চাক্কি পিসিং’ শব্দটি ব্যবহৃত হয় ‘শোলে’ ছবিতে। সেই ছবি আলো করেছিলেন ধর্মেন্দ্র। সঙ্গে ছিলেন হেমা মালিনী, অমিতাভ বচ্চন, জয়া বচ্চনের মতো তারকারা। ধর্মেন্দ্রর এই পোস্টটি যেন এক লহমায় নিয়ে গিয়েছে ‘শোলে’ ছবিতে। ময়দা তৈরির যন্ত্র বসানো সাইক্লিং মেশিনে দ্রুত এক্সারসাইজ় করতে করতে ধর্মেন্দ্র কমেন্টে লিখেছেন, “সাইক্লিং, সাইক্লিং সাইক্লিং… চাক্কি পিসিং… অ্যান্ড পিসিং… অ্যান্ড পিসিং… অ্যান্ড পিসিং… হা হা।”

সাদা ট্র্যাকসুট পরেছিলেন ধর্মেন্দ্র। শরীরিকভাবে দারুণ ফিট। ক্যামেরার দিকে তাকিয়ে ধর্মেন্দ্রকে বলতে শোনা যায়, “আমি এখন থেকে ঠিক করেছি দেশি উপায় করব ‘চাক্কি পিসনা’… এই ফাঁকে কিছুটা হলেও এক্সারসাইজ় হবে আমার।”

এই ভিডিয়ো সামনে আসার পর থেকে নেটিজ়েনরা চোখই ফেরাতে পারছেন না। সকলেই বাহবা দিয়েছেন বর্ষীয়ান অভিনেতাকে। একজন মন্তব্য করেছেন, “পাজি.. তুস্সি গ্রেট হো। আল্লাহ পাক আপকো সিহত দে… আমিন”। অন্য একজন বলেছেন, “আমি আপনাকে ভালবাসি ধরমজি। আপনি একজন অনুপ্রেরণা। আপনাকে খুব সম্মান করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।”

সম্প্রতি করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। সেই ছবিতে রয়েছেন জয়া বচ্চন, শাবানা আজ়মি, আলিয়া ভাট, রণবীর সিং, চূর্ণা গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরীও।

আরও পড়ুন: Joyjit Bandhapadhyay: এখন মহিলারা এতবেশি সিগারেট খান, যে মনে হচ্ছে ছেড়ে দিলেই ভাল: জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: Vijay Devarakonda-Liger: বলিউডে পায়ের তলার মাটি শক্ত করার প্রস্তুতি নিচ্ছেন বিজয় দেবেরাকোন্ডা, সৌজন্যে ‘লাইগার’

আরও পড়ুন:Sushmita Sen: ‘আপনার জন্যই হচ্ছে, আপনার সঙ্গে হচ্ছে না…’ বর্ষশেষে কেন বললেন সুস্মিতা সেন?

Next Article