Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepika Padukone: জানেন কি এখনও কলকাতার রাস্তায় লাইনে দাঁড়িয়ে ফুচকা খান দীপিকা…

Celeb Secrets: তারকাদের মধ্যেই লুকিয়ে থাকে সাধারণ পছন্দ-অপছন্দ। দীপিকার সেই অর্থে কোনও 'এয়ার' নেই...

Deepika Padukone: জানেন কি এখনও কলকাতার রাস্তায় লাইনে দাঁড়িয়ে ফুচকা খান দীপিকা...
দীপিকা ও তাঁর ফুচকাপ্রেম।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2022 | 2:16 PM

তাঁর ডিজ়াইন করা লাল শাড়ি পরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন দীপিকা পাড়ুকোন। কেবল দীপিকা নন, সম্প্রতি আলিয়া ভাটও তাঁরই ডিজ়াইন করা সাদা-সোনালি শাড়ি পরে বিয়ে করেছেন। তাঁর ডিজ়াইন করা পোশাক পরেই বারবার বিয়ে করেন তারকারা। সেটাই বলিউডের ‘কমন’ ব্যাপার। লাখে, কোটিতে বিক্রি হয়ে তাঁর পোশাক। তিনি বাঙালি ফ্যাশন ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্যায়। কলকাতার কালীঘাট এলাকার নিকটে লেক রোড লেক মার্কেটের কাছে রয়েছে তাঁর শো-রুম। ঢুকলে মনে হয় ঠিক যেন সঞ্জয় লীলা ভনসালীর সেট! শো রুমের বাইরে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকেন নিরাপত্তারক্ষীরা। অন্য তারকাদের মতো সেই শো রুমে একাধিকবার এসেছেন দীপিকা পাড়ুকোনও। মজার কথা হল, সব্যসাচীর শো-রুমের বাইরে বসে থাকা চাটওয়ালা ও ফুচকাওয়ালার থেকে ফুচকাও খেয়ে যান যখনই আসেন। এমন কথা নিজে মুখেই বলেছিলেন দীপিকা। জানিয়েছিলেন কপিল শর্মার শোতে এসে।

প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ফুচকা খাচ্ছেন দীপিকা পাড়ুকোন।

‘দ্য কপিল শর্মা শো’-এ এসে দীপিকা পাড়ুকোন বলেছিলেন তিনি গোলগাপ্পা (পড়ুন ফুচকা) খেতে ভালবাসেন। কলকাতায় সব্যসাচীর শো-রুম থেকে বেরিয়ে সামনেই বসা ফুচকাওয়ালার থেকে ফুচকা খান দীপিকা। কেউ কী তাঁকে চিনতে পারেন না? পারেন হতো। মাঝেমধ্যে ছদ্মবেশ ধারণ করেও ফুচকায় কামড় বসান ‘দিপু’। ভাবুন, আপনিও ওই ফুচকাওয়ালার কাছে গিয়েছেন ফুচকা খাচ্ছেন। আর পাশেই লম্বা, তন্বী দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন। হতেই পারে তিনি দীপিকা… কে বলতেন পারে!

দীপিকাকে কপিল জিজ্ঞেস করেছিলেন তাঁকে কেউ চিনতে পারেননি? দীপিকা উত্তর দিয়েছিলেন, “কলকাতায় আমি অনেকবার ফুচকা খেয়েছি এই ফুচকা জয়েন্টে। লোক আমাকে চিনেও ফেলেছে। কিন্তু আমার তো ফুচকা খাওয়াতেও বেশি মন থাকে।” দীপিকা এও জানিয়েছেন, কেবল কলকাতা নয় মুম্বইয়ের বান্দ্রাতেও রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, থুড়ি গোলগাপ্পা খান তিনি। ডায়েটকে বুড়ো আঙুল দেখান বরাবরই…

আরও পড়ুন: Anamika Saha: প্রসেনজিৎ আমাকে ক্যামেরার সামনে পায়ে হাত দিয়ে প্রণাম করত, তারপরই থাপ্পড় মারত: অনামিকা সাহা

আরও পড়ুন: Rudranil Ghosh: ‘ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ হ্যাকারের হাতে, দুশ্চিন্তা রুদ্রনীল; ৭৫,০০০ টাকায় বিক্রির চেষ্টা

আরও পড়ুন: Abhijaan Controversy: সৌমিত্রর বায়োপিক ‘অভিযান’ দেখে বিরক্ত ও হতাশ কন্যা পৌলমী, সরাসরি আক্রমণ পরিচালক পরমব্রতকে