Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজের প্রযোজনার প্রথম ছবি ‘এক দুয়া’তে অভিনয় করছেন এষা

Esha Deol: রামকমল জানান, এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন এষা। কিন্তু অন্যান্য কাস্ট সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ তিনি।

নিজের প্রযোজনার প্রথম ছবি ‘এক দুয়া’তে অভিনয় করছেন এষা
এষা দেওল এবং ভরত তখতানি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 7:18 AM

অভিনয়ের পর এ বার প্রযোজনার পথে পা বাড়ালেন এষা দেওল। তাঁর প্রযোজনায় প্রথম ছবি ‘এক দুয়া’। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন এষা। মাতৃত্বের বিরতি কাটিয়ে রামকমলের ‘কেকওয়াক’ দিয়েই কামব্যাক করেছিলেন তিনি। ফের রামকমলের পরিচালনায় কাজ করবেন। সদ্য ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এই ছবির প্রসঙ্গে TV9 বাংলাকে রামকমল বলেন, “আমার এবং এষার জন্য ‘এক দুয়া’ খুব স্পেশ্যাল। ‘কেকওয়াক’ করার পরে আমাদের দারুণ সম্পর্ক তৈরি হয়েছে। ‘সিজনস্ গ্রিটিংস’ এবং ‘রিক্সাওয়ালা’ করার পর আমি ‘এক দুয়া’র গল্প এষাকে শুনিয়েছিলাম। ওর দারুণ লাগে। এমনকি ও ‘ভরত এষা ফিল্মস’-এর ব্যানারে প্রযোজনা করতেও রাজি হয়। ওর এই ব্যবহারে আমি মুগ্ধ। পুরো ছবিটা দেখে প্রযোজক হিসেবে এষা এবং ভরত গর্ব অনুভব করবে, এটুকু বলতে পারি।”

রামকমল আরও জানান, এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন এষা। কিন্তু অন্যান্য কাস্ট সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ তিনি। ছবির মিউজিক নিয়েও আলাদা ভাবে কাজ করেছেন তাঁরা। আপাতত বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে গোটা টিম।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ক্রাইম ড্রামা সিরিজ ‘রুদ্র- দ্য এজ অব ডার্কনেস’-এ অভিনয় করবেন এষা। যা চলতি বছরের শেষে দেখা যাবে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে। অর্থাৎ ওয়েব ডেবিউয়ের জন্যও তৈরি অভিনেত্রী। শোনা যাচ্ছে, একদিকে যেমন অসাধারণ স্টোরি লাইন, আর একদিকে শক্তিশালী অভিনেতাদের দেখা যাবে এই সিরিজে। মুখ্য ভূমিকায় থাকবেন অজয় দেবগণ।

এ বিষয়ে এষা সাংবাদিকদের বলেন, “অভিনেতা হিসেবে যে সব প্রজেক্টে নতুন কিছু করার থাকবে, যেটা দর্শক হিসেবে আমার দেখতে ভাল লাগবে, আমি সেটাই করতে চাইব। এই সিরিজে এমন কিছু থাকবে, যা ভারতীয় কনটেক্সটে আগে দেখা যায়নি, এটুকু বলতে পাকি। আপাতত ডিজিটাল ডেবিউয়ের জন্য মুখিয়ে আছি। অনেক দিন পরে অজয় দেবগণের সঙ্গে কাজ করব, সেটাও আনন্দের।

আরও পড়ুন, শ্রীলেখার শর্তপূরণ, অনুরাগীর সঙ্গে কফি ডেটে যাবেন অভিনেত্রী

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'