Farah Khan: ‘বলিউড যা পারেনি, দক্ষিণ সিনেপাড়া তাই দিল’, ফারহার কণ্ঠে এ কোন সুর
Bollywood Gossip: দক্ষিণের সুপরাস্টার ধাঁচের অ্যাকশন ছবির হিটের সংখ্যা দেখেই নাকি বলিউড পাল্টে ফেলছে জ জ্যঁর। এবার সেই দক্ষিণের প্রশংসায় মুখ খুললেন বলিউড পরিচালক ফারহা খান। তাঁর কথায় দক্ষিণের এক বিশেষ বৈশিষ্ট হল, এবার ভীষণ সময় সম্পর্কে সচেতন।

দক্ষিণ ভারতের রমরমা বাজার, ছবির জগতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গত চার বছরে দেখা গিয়েছে। বরাবরই দক্ষিণ ভারতের সিনেপাড়ার বেশি কিছু বৈশিষ্ট গোটা ভারতের কাছে ছিল নজর কাড়া। তবে শেষ কয়েকবছরে যেভাবে এই রিজিওনাল ইন্ডাস্ট্রি নিজেদের প্যান ইন্ডিয়া হিসেবে প্রমাণ করেছে, তা এক কথায় প্রশংসার দাবি রাখে। বলিউডকে টেক্কা দিয়ে তৈরি হয়েছে একের পর এক রেকর্ড। ফলে দিন দিন বেড়েছে এই ইন্ডাস্ট্রির চাহিদা, বেড়েছে এই ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের চাহিদা। এখন বলিউডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তাঁরা। একের পর এক ভাল ছবি তাঁদের ঝুলিতে। অনেকেরই মত, দক্ষিণের সুপরাস্টার ধাঁচের অ্যাকশন ছবির হিটের সংখ্যা দেখেই নাকি বলিউড পাল্টে ফেলছে জ জ্যঁর। এবার সেই দক্ষিণের প্রশংসায় মুখ খুললেন বলিউড পরিচালক ফারহা খান। তাঁর কথায় দক্ষিণের এক বিশেষ বৈশিষ্ট হল, এবার ভীষণ সময় সম্পর্কে সচেতন। সময় জ্ঞান তাঁদের তুখর।
এখানেই শেষ নয়, তাঁর কথায়, বলিউডে দীর্ঘ দিন কাজ করার পরও বাড়েনি তাঁর পারিশ্রমিক, তবে দক্ষিণী নাগার্জুন প্রথম তাঁর পারিশ্রমিক বাড়িয়েছেন বলেই দাবি তাঁর। ফারহা খান এখন একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে দক্ষিণী দুনিয়ায় কাজের পাশাপাশি তাঁর লক্ষ্যে এবার শাহরুখ খান। দীর্ঘ দিনের বিবাদ এখন অতীত। এখন বলিউডে শাহরুখ খান মানেই সুপারহিট। আর ঠিক সেই কারণেই নাকি এবার তিনি আবারও ফিরতে চান শাহরুখ খানের সঙ্গে। প্রসঙ্গত, এক পার্টিতে ফারহা খানের স্বামীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, সেখানেই শাহরুখ খান মেজাজ হারিয়ে চর মেড়ে বসেন ফারহা খানের স্বামীকে। তবে থেকেই এই বন্ধুত্বে ধরেছিল চির। তবে এখন সবটাই ভীষণ স্বাভাবিক।





