Fatima Sana Sheikh: মেঘনার নতুন ছবির চরিত্র দিয়ে ফতিমার কেরিয়ারে বড় ব্রেক
Fatima Sana Sheikh: ‘দঙ্গল’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন ভারতীয় মহিলা কুস্তিগীর গীতা ফোগাতের চরিত্রে। এরপর আরও অনেক ছবি করেছেন।

ফতিমা সানা শেখ। ‘দঙ্গল’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন ভারতীয় মহিলা কুস্তিগীর গীতা ফোগাতের চরিত্রে। এরপর আরও অনেক ছবি করেছেন। তবে এবার পেলেন কেরিয়ারে একটা বড় ব্রেক। তিনি মেঘনা গুলজারের নতুন ছবি ‘সাম বাহাদুর’ ছবিতে অভিনয় করছেন। এর থেকেও বড় বিষয়, তাঁকে এই ছবিতে দেখা যাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে। ফিল্ড মার্শাল স্যাম মানেকশাওয়া জীবনী নিয়ে তৈরি হচ্ছে মেঘনার এই ছবি। নাম ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল। এই ছবির শুটিং দিল্লি জামিয়া মিলিয়া ইসলামিয়াতে হওয়ার কথা। কিছুদিন আগে মেঘনা রেইকি করতে গিয়েছিলেন বিশিববিদ্যালয়ে। ভিকির সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন সানায়া মালহোত্রা। ‘দঙ্গল’ ছবির পর আবার একসঙ্গে একই ছবিতে অভিনয় করছেন ফতিমা এবং সানায়া।
‘মর্ডান লাভ মুম্বই’ ছবির কাজ শেষ করেছেন সদ্য ফতিমা। এরপরই তাঁকে দেখা যাবে ইন্দিরা গান্ধির চরিত্রে। ছবিতে তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করার জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সে সম্পর্কে কিছু তথ্য ভাগ করে ফাতিমা বলেছিলেন, “আমি তাঁর অনেক পুরোনো সাক্ষাৎকার দেখছি। তাঁর উপর লেখা প্রচুর বই-আর্টিক্যাল পড়ছেন”। অভিনেত্রী আরও যোগ করেছেন যে যদিও এই বিষয়গুলো পর্দায় দেখানো হবে না, তবে ইতিহাস পরিবর্তন করেছেন এমন একজন বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে জানা সত্যিই আকর্ষণীয়।
এই ছবিটি ছাড়াও ফতিমা করছেন তাপসী পান্নু প্রথম প্রযোজিত ছবি ‘ধক ধক’। এই ছবির একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে বাইক চালাতে। চারজন মহিলার নিজের মতো করে জীবনে পথ চলার ঘটনা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে ফতিমার সঙ্গে দেখা যাবে রত্না পাঠক শাহ, দিয়া মির্জা, সঞ্জনা সাংঘাইকে।





