ছেলের কী নাম রাখলেন হরভজন সিং ও গীতা বাসরা

২০১৫ সালে ক্রীড়া জগতের বোলার হরভজনের সঙ্গে বিয়ে হয় রুপোলি পর্দার অভিনেত্রী গীতা বাসরার। ২০১৬ সালে জন্মায় তাঁদের প্রথম সন্তান হিনায়া। মার্চ মাসে গীতা তাঁরা দ্বিতীয় সন্তানের খবরটি জানিয়েছিলেন। জানিয়েছিলেন, জুলাই মাসে তাঁদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে।

ছেলের কী নাম রাখলেন হরভজন সিং ও গীতা বাসরা
গীতা ও হরভজন (সৌ: ইনস্টাগ্রাম)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2021 | 8:30 PM

প্রথম সন্তান মেয়ে, নাম হিনায়া। এবার একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্রিকেটার হরভজন সিং ও অভিনেত্রী গীতা বাসরা। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছেলের নাম জানালেন এই তারকা দম্পতি। ছেলে ও মেয়ের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, ভাইকে কোলে নিয়ে তার মুখে চুম্বন এঁকে দিচ্ছে দিদি হিনারা।

ছবির ক্যাপশনেই প্রকাশ ছেলের নাম। গীতা লিখেছেন, “ইয়োভান বীর সিং প্লাহা”। অর্থাৎ, ছেলের নাম ইয়োভান বীর। এরপরই গীতার পোস্টে কমেন্ট ও ইমোজির বন্যা বয়ে যায়। ইনস্টাগ্রামেই সন্তান জন্মের খবর জানিয়েছিলেন গীতা। আবেগঘন পোস্টে লিখেছিলেন, “একটা ছোট্ট হাত এসেছে আমাদের হাত ধরতে। ওর ভালবাসা অনেক বড়, সোনার মতো মূল্যবান। অমূল্য উপহার, স্পেশ্যাল ও মিষ্টি। আমাদের হৃদয় পূর্ণ হয়েছে, আমাদের জীবন পূর্ণ হয়েছে ওর আগমনে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই তিনি আমাদের সুস্থ পুত্র সন্তান উপহার দিয়েছেন। সকলে যেভাবে পাশে ছিলেন, তার জন্যেও ধন্যবাদ।”

View this post on Instagram

A post shared by Geeta Basra (@geetabasra)

২০১৫ সালে ক্রীড়া জগতের বোলার হরভজনের সঙ্গে বিয়ে হয় রুপোলি পর্দার অভিনেত্রী গীতা বাসরার। ২০১৬ সালে জন্মায় তাঁদের প্রথম সন্তান হিনায়া। মার্চ মাসে গীতা তাঁরা দ্বিতীয় সন্তানের খবরটি জানিয়েছিলেন। জানিয়েছিলেন, জুলাই মাসে তাঁদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে।

২০০৬ সালে ‘দিল দিয়া হ্যায়’ ছবিতে ডেবিউ করেছিলেন গীতা। ‘দা ট্রেন’, ‘জিলা গাজিয়াবাদ’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। গীতাকে শেষবারের জন্য দেখা যায় পাঞ্জাবী ছবি ‘লক’-এ।

কিছুদিন আগে সইফ-করিনাও তাঁদের দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে এনেছেন। তাঁদের পুত্রের নাম জে। এবার জানা গেল, গীতা-হরভজনের পুত্রের নামও।

আরও পড়ুন: আট মাসের জার্নি শেষ দেবের; সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অভিনেতা-সাংসদের

Shankar Mahadevan: ছোট্ট মেয়েটির কীর্তিতে তাজ্জব শঙ্কর মহাদেবন; অবাক হয়েছেন খুব