AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Palak-Ibrahim: শ্বেতার মেয়ের সঙ্গে নবাব-পুত্রের ‘প্রেম’, সইফের পরিবার মানছে পলক-ইব্রাহিমের সম্পর্ক?

Palak-Ibrahim: পলকের মা শ্বেতা তিওয়ারি মা হিসেবে বেশ কড়া। মেয়ের ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে বাইরে যাওয়া আসার ব্যাপারে বেশ কড়া নিয়ন্ত্রণ তাঁর।

Palak-Ibrahim: শ্বেতার মেয়ের সঙ্গে নবাব-পুত্রের 'প্রেম', সইফের পরিবার মানছে পলক-ইব্রাহিমের সম্পর্ক?
ইব্রাহিম-পলক।
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 12:43 PM
Share

সামনে ক্যামেরা, পাশে সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান— দেখতে পেয়েই মুখ লুকিয়েছিলেন পলক তিওয়ারি। রটেছিল ডেটিংয়ের গুঞ্জন। সেই গুঞ্জন গাঢ় হতেই অস্বীকার করেছিকেন সলমন খানের ছবির এই নায়িকা। কিন্তু যত দিন যাচ্ছে তত যেন আলগা হচ্ছে গোপনীয়তা। একসঙ্গে রেস্তরাঁ থেকে শুরু করে মুভি-ডেট– মাঝেমধ্যেইউ একসঙ্গে দেখা যাচ্ছে পলক ও ইব্রাহিমকে। বাবা-মায়েরাও কি তবে ছেলেমেয়েদের এই সম্পর্ক মেনে নিচ্ছেন? বলিউড সূত্র কী জানাচ্ছে?

পলকের মা শ্বেতা তিওয়ারি মা হিসেবে বেশ কড়া। মেয়ের ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে বাইরে যাওয়া আসার ব্যাপারে বেশ কড়া নিয়ন্ত্রণ তাঁর। তবে সূত্র বলছে, মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গেই সেই বাঁধনও ক্রমশ আলগা হতে শুরু করেছে। অন্যদিকে সইফ আলি খান ‘কুল ড্যাড’। পলক ও ইব্রাহিমের সম্পর্কে আপত্তি নেই মা অমৃতা সিংয়েরও। ওদিকে মিয়াঁ-বিবিও রাজি। তাই প্রেম নাকি চলছে চুটিয়েই। শ্বেতা ছোট পর্দার অভিনেত্রী। সাধারণত বলিউডে ছোট পর্দা বনাম বড় পর্দার যে অঘোষিত যে ঠাণ্ডা লড়াই চলে তাও নাকি কাজ করছেন না এ ক্ষেত্রে। সম্প্রতি একসঙ্গে হলিউডের এক নিউ-রিলিজ দেখতে গিয়েছিলেন দু’জনে। সেখানেও হাজির হয় পাপারাৎজি। তবে এবার কিন্তু দেখে মুখ লুকিয়ে ফেলা নয়। বরং দু’জনেই পোজ দেন হাসিমুখে। এর আগে ইব্রাহিমের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় মুখ লুকিয়ে ফেলা নিয়ে কী যুক্তি দিয়েছিলেন পলক?

তিনি জানিয়েছিলেন, মা’কে মিথ্যে বলেছিলেন তিনি। বলেছিলেন,জ্যাম থাকার জন্য বাড়ি ফিরতে দেরি হচ্ছে। যদিও তাঁর দাবি, ইব্রাহিমের সঙ্গে এক কাজের ব্যাপারে কথা বলতে রেস্তরাঁয় গিয়েছিলেন দু’জনে, যা মা জানতেন না। ক্যামেরা বন্দি হলে মা জানতে পেরে যাবে সেই ভয়েই নাকি মুখ দেখাতে চাননি পলক– তাঁর যুক্তি ছিল খানিক তেমনটাই। যদিও তা সত্যি নয় বলেই ধারণা নেটিজেনদের একটা বড় অংশের। এই বছরেই সলমন খানের ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’_এর মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ হয় পলকের। ছবিটি ফ্লপ হলেও তিনি নজর কেড়েছিলেন। মায়ের পেশাই বেছে নিয়েছেন পলক— কেরিয়ারকে কতদূর এগিয়ে নিয়ে যেতে চান, এখন সেটাই দেখার।