Junaid Khan Debut: কোন নায়িকাকে প্রথমবার বড়পর্দায় রোম্যান্স করবেন আমির পুত্র জুনেইদ
Sai Pallavi:
আরও এক তারকা সন্তানের বলিউড যাত্রা শুরু হতে চলেছে। এবার পালা আমির খানের জ্যেষ্ঠপুত্র জুনেইদ খানের। এখন অনেকটাই বড় হয়েছেন জুনেইদ। বাবার মতো তিনিও অভিনয় করতে চাইতেন এবং সেই সুযোগও এসেছে তাঁর দরবারে। যশরাজ ফিল্মসের মতো বড় প্রযোজনা সংস্থা তৈরি করবে জুনেইদের কেরিয়ারের প্রথম ছবি। ছবি তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেখানে তাঁর বিপরীতে কোন অভিনেত্রীকে কাস্ট করা হয়েছে জানেন?
অভিনেত্রীর নাম সাই পল্লবী। দক্ষিণ ভারতের বহু ছবিতে অভিনয় করেছেন সাই। ডাক্তারির এই ছাত্রী চিকিৎসকের জীবন ছেড়ে অভিনয়কেই বেছে নিয়েছিলেন। দক্ষিণ ভারতের একাধিক ব্লকবাস্টার ছবিরও নায়িকা তিনি। জুনেইদের চেয়ে অনেকটাই সিনিয়র একজন তারকা। তাঁদের দু’জনকেই কাস্ট করছেন সুনীল পাণ্ডে। প্রেমই এই ছবির মূল উপজীব্য।
এর আগে জানা গিয়েছিল, জুনেইদকে নাকি তাঁর প্রথম ছবিতে কাস্ট করা হবে বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশির বিপরীতে। সেই ছবিটি ছিল জনপ্রিয় তামিল ছিল ‘লাভ টুডে’র বলিউড রিমেক। ছবির কাজ খানিক পিছিয়েছে। পরের বছর হবে শুটিং।
এর আগে থিয়েটারে অভিনয় করেছেন আমির পুত্র। বার্টল্ট ব্রেক্ট রচিত ‘মাদার কারেজ অ্যান্ড হার চিল্ডরেন’ নাটকের ভারতীয় সংস্করণে প্রথম মঞ্চে অভিনয় করেছিলেন জুনেইদ। কৌসর ঠাকোরে পদমসির অনুকরণ ছিল সেই নাটক। কেবল তাই নয়, লস অ্যাঞ্জেলেসে আমেরিকান অ্যাকাডেমি অফ ড্রামা আর্টসে দু’বছর পড়েছেন থিয়েটার নিয়ে। গত তিন বছর ধরে লাগাতারভাবে মঞ্চেই অভিনয় করছেন জুনেইদ। বাবার ছবি রাজকুমার হিরানী পরিচালিত ‘পিকে’তে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।