Hrithik Roshan: দরজা খুলতেই হতবাক যাত্রীরা! ভিড় মেট্রোতে দাঁড়িয়ে হৃতিক, তারপর?
Hrithik Roshan: অফিস থেকে ঘেমেটেম আপনি বাড়ি ফিরছেন। মেট্রো স্টেশনে এসেছেন সবে। মেট্রো এল, আপনি উঠতে যাবেন, কিন্তু হঠাৎ করেই দেখতে পেলেন এক কোনায় টুপি পরে দাঁড়িয়ে রয়েছেন 'গ্রিক গড' থুড়ি, আপনার প্রিয় অভিনেতা হৃতিক রোশন। কী ভাবছেন? ছবির প্রচার? এক্কেবারে নয়। ভিড় মেট্রোতেই হঠাৎ হাজির হলেন এই প্রথম সারির অভিনেতা। 'আম আদমি'র মতো ঝুলতে ঝুলতে গেলেন গন্তব্যে।
অফিস থেকে ঘেমেটেমে আপনি বাড়ি ফিরছেন। মেট্রো স্টেশনে এসেছেন সবে। মেট্রো এল, আপনি উঠতে যাবেন, কিন্তু হঠাৎ করেই দেখতে পেলেন এক কোনায় টুপি পরে দাঁড়িয়ে রয়েছেন ‘গ্রিক গড’ থুড়ি, আপনার প্রিয় অভিনেতা হৃতিক রোশন। কী ভাবছেন? ছবির প্রচার? এক্কেবারে নয়। ভিড় মেট্রোতেই হঠাৎ হাজির হলেন এই প্রথম সারির অভিনেতা। ‘আম আদমি’র মতো ঝুলতে ঝুলতে গেলেন গন্তব্যে। মুখে ঢেকে টেকে নয়, বরং সকলের সঙ্গে সেলফিও তুললেন। কাউকে নিরাশ না করেই গল্পও করলেন মন খুলে। ভাবছেন তো, তারা কেন মাটিতে? কী হয়েছে হঠাৎ?
বলিউডে এই ট্রেন্ড নতুন নয়, মুম্বইয়ের বিখ্যাত জ্যামের কথা সকলেরই জানা। সে আপনি সেলেবই হন অথবা সাধারণ, এর কবলে পড়তে হবে সকলকেই। হৃতিকের শুট ছিল। কিন্তু হাতে সময় ছিল কম। এদিকে সময়জ্ঞান সম্পন্ন হৃতিক যেই দেখলেন গাড়িতে দেরি হয়ে যাচ্ছে ওমনি নিয়ে নিলেন এই সহজ পন্থা। চাপলেন মেট্রোতে। ওদিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে গেলেন গন্তব্যে। এই অভিজ্ঞতার কথা নিজেও শেয়ার করেছেন তিনি। লিখেছেন, “আজ মেট্রোতে উঠলাম। কয়েকজন ভাল মানুষের সঙ্গে আলাপও হল। যে ভালবাসা আপনারা দিয়েছেন সেই ভালবাসাই আবার ফিরিয়ে দিলাম। আজ গরম ও জ্যাম দুটোকেই পরাজিত করে মেট্রোচড়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছি গন্তব্যে।” কিছু দিন আগে হেমা মালিনীকেও দেখা গিয়েছিল এই একই পন্থা অবলম্বন করতে। মাঝেমধ্যেই চাঁদ যদি মাটিতে নেমে এসে হয়ে ওঠে সাধারণ, মন্দ কী?
View this post on Instagram