‘রকস্টার’-এর আত্মহত্যা! আবার রণবীরকে পর্দায় আনছেন পরিচালক ইমতিয়াজ

অয়ন মুখোপাধ্যায়ের পরের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে রণবীরকে। এই ফ্যান্টাসি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবিতে অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, মৌনি রায় এবং নাগার্জুনা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

'রকস্টার'-এর আত্মহত্যা! আবার রণবীরকে পর্দায় আনছেন পরিচালক ইমতিয়াজ
ইমিতিয়াজ-রণবীর।
Follow Us:
| Updated on: May 26, 2021 | 7:35 PM

রণবীর কাপুর এবং ইমতিয়াজ আলি জুটি বলিউডে বেশ প্রশংসিত। যদিও অভিনেতা-পরিচালকের দুই ছবি ‘রকস্টার’ এবং ‘তামাশা’ বক্সঅফিসে আশাপ্রদ সাফল্য পায়নি। কিন্তু রিলিজ হওয়ার এতগুলো বছর পেরনোর পরও ইমতিয়াজের পরিচালনা এবং রণবীরের অভিনয়ের প্রশংসা এখনও মানুষের মুকে ফেরে।

সূত্রের খবর, আরও একবার এই জুটিকে পর্দায় পেতে চলেছে দর্শক। হ্যাঁ ‘লাভ আজ কাল’ খ্যাত পরিচালকত এবং সঞ্জু অভিনেতা একসঙ্গে কাজ করতে চলেছেন।

আরও পড়ুন আমার চেয়েও ওয়াহিদা এবং হেলেন বিরক্ত হয়েছেন: ছুটির ছবি ভাইরাল হতে বললেন আশা

ইমতিয়াজ আলি দুটি ছবির প্রস্তাব রাখেন রণবীরের কাছে এবং অভিনেতারও তার মধ্যে একটি পছন্দও করেছেন বলে জানা গিয়েছে। “বর্তমানে দুটি ছবি নিয়ে ইমতিয়াজ বর্তমানে একসঙ্গে কাজ করছেন। একটি হল বিতর্কিত সংগীতশিল্পী অমর সিং চামকিলাকে নিয়ে এক বায়োপিক এবং দ্বিতীয়টি একটি সামাজিক ফিল্ম যার বিষয়বস্তু  আত্মহত্যা এবং তার প্রতিরোধ। ইমতিয়াজ দুটি ছবি রণবীরের কাছে যান, যার মধ্যে একটি ছবি অভিনেতার পছন্দ হয়েছে।”

তৃতীয়বারের জন্য রণবীর কাপুর এবং ইমতিয়াজ আলি একসঙ্গে ছবি করতে চলেছেন, “বাস্তবে তিনি (রণবীর) মৌখিকভাবে সম্মতি দিয়েছেন যা বর্তমানে প্রি-প্রোডাকশনের অবস্থায় রয়েছে। স্ক্রিপ্ট প্রস্তুত হলে এবং রণবীরের তরফ থেকে পূর্ণ সম্মতির পর পরবর্তী পদ্ধতিগুলো লক করা হবে।

অয়ন মুখোপাধ্যায়ের পরের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে রণবীরকে। এই ফ্যান্টাসি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবিতে অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, মৌনি রায় এবং নাগার্জুনা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও রণবীরকে করণ মালহোত্রার ‘শামশের’, সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিমেল’ এবং লাভ রঞ্জনের ছবিতে দেখা যাবে।