AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Janhvi Kapoor: ‘মায়ের মতো রূপ-গুণ কিছুই পাইনি, কিন্তু…’, সমালোচনায় মুখ খুললেন শ্রীদেবী-কন্যা

Janhvi Kapoor: সম্প্রতি মুক্তি পেয়েছিল জাহ্নবীর ছবি 'মিলি'। বাবা বনি কাপুরই ছিলেন ওই ছবির প্রযোজক। ছবি বক্স অফিসে হিট হয়নি ঠিকই, তবে ওই ছবিতে জাহ্নবীর প্রশংসা হয়েছে বিস্তর।

Janhvi Kapoor: 'মায়ের মতো রূপ-গুণ কিছুই পাইনি, কিন্তু...', সমালোচনায় মুখ খুললেন শ্রীদেবী-কন্যা
জাহ্নবী কাপুর।
| Edited By: | Updated on: Dec 04, 2022 | 11:17 AM
Share

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor )ডেবিউ করার পর থেকেই একের পর এক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। কখনও তিনি দেখতে কেমন আবার কখনও বা তাঁর অভিনয় এসেছে নেটিজেনদের আতসকাচে– জাহ্নবী দমে যাননি। চালিয়ে গিয়েছেন অভিনয়। এই মুহূর্তে স্টারকিডদের তালিকায় অন্যতম সফল তিনি, একই সঙ্গে বোল্ডও বটে। মা শ্রীদেবী, ভারতের বিনোদন জগতের প্রথম মহিলা সুপারস্টার। মায়ের সঙ্গে এই ক্রমাগত তুলনা নিয়েই এবার মুখ খুললেন জাহ্নবী কাপুর। একই সঙ্গে স্বীকার করে নিলেন মায়ের মতো রূপ বা গুণ কোনও কিছুই তিনি পাননি। তবে এখানে এক ‘কিন্তু’ রয়েছে।

সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, “যারা আমায় নিয়ে উচ্চাশা করেন তাঁদের আমি দোষ দিতে পারি না। আমি তাঁদের সেই সব আশা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। হতে পারে আমায় মায়ের মতো গুণ বা রূপ কিছুই নেই। কিন্তু আমার ইউএসপি হল আমার কঠোর পরিশ্রম। আমি জানি আমায় ঠিক কোথা পৌঁছতে হবে।” জাহ্নবী যোগ করেন, “অভিনয়ই এমন একটা জিনিস যা আমার জীবনের প্রধান চালিকাশক্তি। তারা ছোঁয়া চেষ্টা আমি চালিয়ে যাব। কেন আমি চাইব যে তুলনা বন্ধ হোক? যদি আমায় কেউ মায়ের সঙ্গে তুলনা করে আমি কেন রেগে যাব? এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটির সঙ্গে আমার তুলনা টানা হচ্ছে। আর এভাবেই আমাকেও সেই সেরা মানুষটি হতে তাঁরা আমায় উদ্বুদ্ধ করছেন। তারার কাছাকাছি পৌঁছে যাওয়ার সাহস জোগাচ্ছে। আকাশই আমার লক্ষ্য।” মেয়ের ডেবিউ ছবি দেখে যেতে পারেননি শ্রীদেবী। ‘ধড়ক’ মুক্তি পাওয়ার কিছু দিন আগেই রহস্যজনক ভাবে মৃত্যু হয় তাঁর। তবে তিনি জেনে গিয়েছিলেন, মেয়ে অভিনেত্রী হতে চান। জেনে গিয়েছিলেন মেয়ের প্রথম ছবির শুটিংয়ের কথাও। শ্রীদেবী ছিলেন দূরদর্শী। তিনি জানতেন তাঁর সঙ্গে মেয়ের তুলনা টানা হবেই। জাহ্নবীকে বলেছিলেন, “মানুষ আমার ৩০০টি ছবির সঙ্গেই তোমার প্রথম ছবির তুলনা টানবে। ব্যাপারটা কী ভাবে নেবে তুমি?” উত্তর দিয়েছিলেন জাহ্নবী। বলেছিলেন,” আমি জানি ব্যাপারটা অনেক কষ্টসাধ্য হবে। কিন্তু আমি এও জানি যদি আমি অভিনয় না করি তবে সারাজীবন আমার এই কষ্ট রয়ে যাবে।”

সম্প্রতি মুক্তি পেয়েছিল জাহ্নবীর ছবি ‘মিলি’। বাবা বনি কাপুরই ছিলেন ওই ছবির প্রযোজক। ছবি বক্স অফিসে হিট হয়নি ঠিকই, তবে ওই ছবিতে জাহ্নবীর প্রশংসা হয়েছে বিস্তর। হাতে রয়েছে বেশ কিছু কাজ। বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বাওয়াল’-এ দেখা যাবে তাঁকে। এ ছাড়াও রাজকুমার রাও-এর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তেও দেখা গিয়েছে তাঁকে।