AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Janhvi Kapoor Trolled: ‘কেন কেউ ছবিতে নিচ্ছে না?’ খোলামেলা পোশাক ট্রোলের শিকার জাহ্নবী

Bollywood Gossip: সেই কারণেই কি দিন দিন কমছে তাঁর ছবির সংখ্যা? এই প্রশ্ন ভক্তদের মনে সর্বদাই বর্তমান ছিল। তবে বলিউডে তাঁর নিত্য উপস্থিতি দেখা যায়। যে কোনও সেলিব্রেশন হোক কিংবা রাত পার্টি, কোনও ফ্যাশন শো হোক কিংবা কোনও বিশেষ অনুষ্ঠান, জাহ্নবী কাপুর সঠিক সময় সঠিক জায়গাতে ঠিক পৌঁছে যান। 

Janhvi Kapoor Trolled: 'কেন কেউ ছবিতে নিচ্ছে না?' খোলামেলা পোশাক ট্রোলের শিকার জাহ্নবী
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 7:30 PM
Share

জাহ্নবী কাপুর, নেপোটিজ়মের তকমা গায়ে মেখে করণ জোহরের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবী কন্যা। তবে প্রথম ছবিই খুব একটা পসার জমাতে পারেনি। তবে থেকেই শুরু তাঁর লড়াই। জাহ্নবী কাপুর বলিউডে এখনও পায়ের তলার মাটি শক্ত করে উঠতে পারেননি। ভাল ছবি এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে নেই। পাশাপাশি কোথাও গিয়ে যেন বক্স অফিসে লক্ষ্মীলাভের অঙ্কেও বেশ কিছুটা তিনি পিছিয়ে রয়েছেন। সেই কারণেই কি দিন দিন কমছে তাঁর ছবির সংখ্যা? এই প্রশ্ন ভক্তদের মনে সর্বদাই বর্তমান ছিল। তবে বলিউডে তাঁর নিত্য উপস্থিতি দেখা যায়। যে কোনও সেলিব্রেশন হোক কিংবা রাত পার্টি, কোনও ফ্যাশন শো হোক কিংবা কোনও বিশেষ অনুষ্ঠান, জাহ্নবী কাপুর সঠিক সময় সঠিক জায়গাতে ঠিক পৌঁছে যান।

তবে এবার হলেন চরম ট্রোলের শিকার। জাহ্নবী কাপুরকে সম্প্রতি এক পোশাকে দেখা গেল যা বেশ কিছুইটা উন্মুক্ত। অর্থাৎ শরীরে ওপরের অংশ বেশ খোলামেলা। তা দেখা মাত্রই একশ্রেণি তাঁকে কটাক্ষ করতে হাজির। কেউ বললেন, এই পোশাকে মোটেও আপনাকে মানাচ্ছে না। কেউ আবার প্রশ্ন তুললেন, কেন কেউ ছবিতে নিচ্ছেন না তাঁকে…। জাহ্নবী কাপুর যদিও ট্রোল প্রসঙ্গে খুব একটা মুখ খোলেন না।

একে শ্রীদেবীর কন্যা তার ওপর করণ জোহরের হাত ধরে তাঁর বিটাউনে অভিষেক। ফলে দুই মিলিয়ে কোথাও যেন বারে বারে তাঁকে কটাক্ষের শিকার হতে হচ্ছে। স্পষ্টই শুনতে হচ্ছে তিনি নাকি নেপোটিজ়মের জন্যই এতো প্রজেক্ট পাচ্ছেন। সেই নিয়েও চর্চা তুঙ্গে। বেশি কাজ পাওয়াও সমস্যার বলে জানান অভিনেত্রী। একবার এই প্রসঙ্গে জানান, তাঁর কথায়, আমি কঠিন পরিশ্রম করতেই পছন্দ করি। আমি আমার লক্ষ্যে স্থির। দাপটের সঙ্গে নয়, আমার মায়ের ঐতিহ্য বজায় রেখেই কাজ করতে চাই। যখন সত্যি অনেক প্রজেক্ট একসঙ্গে পেয়ে যাই, তখন মনে হয়, এটা আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ, এমনটাই জানান তিনি।