Kajol New Film: ধারাবাহিকভাবে মায়ের চরিত্রে কাজল, কিন্তু কেন?

নতুন ছবি 'সালাম ভেঙ্কি'র শুটিং শুরু করলেন কাজল। হয়ে গেল ছবির মহরতও।

Kajol New Film: ধারাবাহিকভাবে মায়ের চরিত্রে কাজল, কিন্তু কেন?
কাজল।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 8:23 AM

বেশ কিছু শক্তিশালী নারীকেন্দ্রিক ছবি করার দিকে মন দিয়েছেন কাজল। ‘হেলিকপ্টর ইলা’, ‘ত্রিভঙ্গ’… সেই তালিকায় জ্বলজ্বল করছে। সেরকমই আরও একটি ছবি করছেন কাজল। সম্প্রতি মুম্বইতে হয়ে গেল সেই মহরতও। শুভ অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন কাজল নিজে। পরনের তাঁর হ্যান্ডলুমের শাড়ি। একেবারে ছিমছাম লুক। এক মায়ের চরিত্রে ফের দেখা যাবে কাজলকে। যেমনটা দেখা গিয়েছিল ‘হেলিকপ্টর ইলা’ ও ‘ত্রিভঙ্গ’তে। একটি স্টিল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার কাজল লিখেছেন, “আজ আমরা নতুন গল্পের যাত্রা শুরু করলাম। এই গল্পটা বলা খুবই দরকার। ‘সালাম ভেঙ্কি’র গল্প আপনাদের সঙ্গে শেয়ার করার অপেক্ষায় আছি।” ছবিটি নাকি পরিচালনা করছেন দক্ষিণের প্রশংসিত অভিনেত্রী রেবতি। যে ছবি কাজল শেয়ার করেছেন, তাতে ক্ল্যাপস্টিক হাতে রয়েছেন রেবতিও। সত্য গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘সালাম ভেঙ্কি’।

সুরজ সিং, শ্রদ্ধা আগরওয়াল, বর্ষা কুক্রেজা প্রযোজনা করছেন ছবিটি। ছবির প্রথম শিডিউলের শুটিং শুরু হয়েছে। এক মায়ের গল্প বলবে। বাস্তব জীবন থেকে উঠে এসেছে ছবির চরিত্ররা। কাজলের বোন তনিশা ছবির প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, “আমার সোনার নারীরা, তোমরা যাই করো না কেন, সেটাই সোনায় রূপান্তরিত হয়। শুভ কামনা জানাই।” অনুরাগীরা বলেছেন, “রেবতি অন্যতম সেরা পরিচালক।”

View this post on Instagram

A post shared by Kajol Devgan (@kajol)

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রাজকুমার হিরানির পরের ছবিতে নাকি অভিনয় করবেন কাজল। এ বিষয়ে কাজল বলেছেন, “ওরা আমাকে এখনও অ্যাপ্রোচ করেনি। আমি স্ক্রিপ্ট পড়ছি, শুনছি। ভার্চুয়াল মিটিং করছি। তবে এখনও কিছু ঠিক করিনি।”

আরও পড়ুন: Couple Goals: হিরোদের নয় বলিউডের খলনায়কদের বিয়ে করেছেন কোন কোন সুন্দরী?

আরও পড়ুন: Bhisma Guhathakurata Demise: প্রয়াত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা, শোকের ছায়া টলিউডে

আরও পড়ুন: Bhumi Pednekar: ভালবাসা ভালবাসাই, সকলের জন্যেই সেটা সমান: ভূমি পেডনেকর