Kangana Ranaut: ছোট জামা পরে মন্দিরে, ক্ষোভে ফেটে পড়লেন বলিউডের বিতর্কিত ‘কুইন’ কঙ্গনা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Updated on: May 26, 2023 | 4:43 PM

Kangana Ranaout Latest Tweet: কঙ্গনা রানাউত মানালির বাসিন্দা। তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় হিমাচল প্রদেশ এবং তার রাজ্যের সংস্কৃতি সম্পর্কে কথা বলেন। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার হরিদ্বার ভ্রমণের একটি ঝলক শেয়ার করেছেন।

Kangana Ranaut: ছোট জামা পরে মন্দিরে, ক্ষোভে ফেটে পড়লেন বলিউডের বিতর্কিত 'কুইন' কঙ্গনা

Follow us on

Kangana Ranaut Latest News: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। এমনকি তাঁর একের পর এক বক্তব্যের কারণে শিরোনামেও থাকেন। কঙ্গনা যে কোনও বিষয়ে তার মতামত প্রকাশ করতে পিছপা হন না, যার কারণে তাঁকে অনেক সময় ট্রোলের মুখেও পড়তে হয়। এবার তিনি এমন এক মন্তব্য করে বসলেন, যার জন্য অধিকাংশ নেটিজ়েনদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। হাফপ্যান্ট পরে মন্দিরে যাওয়া এক মেয়েকে টুইটারে তুলোধনা করলে অভিনেত্রী। শুধু তাই নয়, কঙ্গনা নিজের সঙ্গে ঘটা একটি ঘটনা সবার সঙ্গে শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, তাকেও শর্টস এবং টি-শার্টে ভ্যাটিকান সিটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। বরং বলা হয়েছিল, হোটেলে ফিরে গিয়ে অন্য জামা পরে আসতে।

ঘটনার সূত্রপাত দিন দু’য়েক আগে। এক টুইটারেত্তি একটি টুইট শেয়ার করেন। সেই টুইটেই দেখা যায়, মেয়েরা শর্টস পরে হিমাচলের বৈজনাথ শিব মন্দিরে যাচ্ছে। তিনি লেখেন, “এটি হিমাচলের বিখ্যাত শিব মন্দির বৈজনাথের দৃশ্য। বৈজনাথ মন্দিরে পৌঁছেছেন নাকি কোনও পাব বা নাইটক্লাবে গিয়েছেন, তা বোঝা দায়। এই ধরনের লোকদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। আমি এর তীব্র বিরোধিতা করছি। এসব দেখে আমার ভাবনাকে যদি ছোট বা গরীব বলা হয়, তাও আমি মেনে নিতে রাজি।”

এই টুইটটি রিটুইট করেন কঙ্গনা। ক্ষোভে ফেটে পড়ে বলিউডের ‘কুইন’ লেখেন, “এগুলি পশ্চিমা পোশাক, যা ব্রিটিশরা তৈরি করেছেন। একবার আমি ভ্যাটিকানে শর্টস, টি-শার্ট পরে গিয়েছিলাম। আমাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। হোটেলে গিয়ে চেঞ্জ করতে বলা হয়েছিল। রাতের পোশাক পরে এভাবে মন্দিরে আসে যায় না। আমি মনে করি এদের জন্য কঠোর নিয়ম থাকা উচিত।”

কঙ্গনা রানাউত মানালির বাসিন্দা। তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় হিমাচল প্রদেশ এবং তার রাজ্যের সংস্কৃতি সম্পর্কে কথা বলেন। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার হরিদ্বার ভ্রমণের একটি ঝলক শেয়ার করেছেন। ভিডিয়োতে তাঁকে গঙ্গার ধারে বসে থাকতে দেখা গিয়েছে।

কঙ্গনাকে শীঘ্রই ‘Emergency ছবিতে দেখা যাবে। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন কঙ্গনা। ছবিতে তাঁকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। ছবিটির লুক ও পোস্টার ইতিমধ্যেই সামনে এসেছে।

Latest News Updates

Related Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla