Kangana Controversy: স্টারকিড মানেই ‘সিদ্ধ ডিম’! ‘ট্রোল করছি না’, বিতর্ক উষ্কে সাফাই কঙ্গনার

Viral News: নিশানাতে স্টারকিড। বরাবরই নেপোটিজমের বিপক্ষে তিনি। বহিরাগতরা বলিউডে এসে টিকতে পারে না। লবি থেকে শুরু করে স্বজন পোষণ নিয়ে একাধিকবার সরব হওয়া কঙ্গনা এবার কি তবে আর্চিজ় দেখে মেজাজ হারালেন!

Kangana Controversy:  স্টারকিড মানেই 'সিদ্ধ ডিম'! 'ট্রোল করছি না', বিতর্ক উষ্কে সাফাই কঙ্গনার
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2022 | 12:33 PM

প্রসঙ্গ বলিউড দক্ষিণী ছবির যুদ্ধ! না কি আর্চিজ়-এ একগুচ্ছ স্টার কিডের অভিষেক! কঙ্গনা রানাওয়াত যখন মুখ খোলেন, তখন কম বেশি সব দিকই ছুঁয়ে যান, যা তাঁর চোখে কটাক্ষের, তা নিয়ে মুখ খুলতে বরাবরই দ্বিধা বোধ করেন না তিনি। ঠোঁট কাটা কঙ্গনা রানাওয়াত, একাধিকবার তাই বেফাঁস মন্তব্যের জেরে কড়া সমালচনার মুখে পড়তে হয়েছে কঙ্গনা রানাওয়াতকে। যদিও তা নিয়ে বিন্দুমাত্র তিনি বিচলিত নন। কারণ একটাই, কঙ্গনা বরাবরই বলিউডের থেকে নিজেকে বেশ খানিকটা আলাদা করেই ভেবে এসেছেন। প্রাথমিকভাবে তাঁকে বলতে শোনা যেত বলিউড তাঁকে আপন করে নেয়নি। পরবর্তীতে তিনি সেটাকেই নিজের অস্ত্রে পরিণত করেন। একাধিকবার বলিউডের বিরুদ্ধে তোপ দাগতে দুবার ভাবেননি বলিউড কুইন।

এবার তাঁর নিশানাতে স্টারকিড। বরাবরই নেপোটিজমের বিপক্ষে তিনি। বহিরাগতরা বলিউডে এসে টিকতে পারে না। লবি থেকে শুরু করে স্বজন পোষণ নিয়ে একাধিকবার সরব হওয়া কঙ্গনা এবার কি তবে আর্চিজ় দেখে মেজাজ হারালেন! সদ্য এক সংসাবদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত জানান, তাঁর চোখে স্টারকিড মানেই ঠিক যেন সিদ্ধ ডিম, কারণ হিসেবে তিনি  জানান, সেলেব সন্তানেরা জন্মলগ্ন থেকে বিদেশে। যার ফলে তাঁদের বেড়ে ওঠা মানসিকতা, আদপ কায়দা সবটাই আলাদা হয়। ফলে তাঁরা যখন কোনও ছবি করে তখন দর্শকেরা তাঁদের সঙ্গে যোগসূত্র তৈরি করতে পারে না। উল্টো দিকে অভিনেতা হিসেবে স্টারকিডরাও এখানের আবেগ সঠিকমাত্রায় তুলে ধরতে পারে না।

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

আর ঠিক সেই কারণেই তিনি মনে করেন স্টারকিডদের সিদ্ধ ডিম। আর সেই প্রথা বা পন্থার জন্যই ধীরে ধীরে বলিউড তার পায়ের তলার জমি হারাচ্ছে। আর দক্ষিণী ছবি সেই জায়গা করে নিচ্ছেন। যদিও শেষে তিনি মন্তব্য করে যে তিনি কোনও ট্রোল করছেন না, বা উষ্কানিমূলক কথাও বলছেন না। বর্তমানে কঙ্গনার এই মন্তব্যই ঝড়ের গতিতে ভাইরাল।