Kapil Sharma Zwigato: আর্থিক অভাবে কপিলের পরিবার, স্ত্রী-সন্তানের মুখে হাসি ফেরাতে ভরসা ফুড ডেলিভারি
Kapil Sharma: কপিল শর্মা তাঁর এই চরিত্র নিয়ে সেভাবে কিছু না বললেও তা যে পর্দায় এক অন্যমাত্রার প্রভাব ফেলতে চলেছে তা বোঝাই যায়।
কপিল শর্মার পিঠে ফুড ডেলিভারি ব্যাগ, এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছিল বহু আগে। তবে থেকেই চর্চা তুঙ্গে। শো সঞ্চালক কমেডিয়ান অভিনেতার ঝুলিতে এবার নয়া চরিত্র। ফুড ডেলিভারি বয়-এর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। পরিচালক নন্দিতা দাসের ফ্রেমে অন্যরূপে ধরা দিলেন কপিল শর্মা। যে নামটার সঙ্গে সকলের এক গাল হাসি জড়িয়ে থাকে, এবার সেই চরিত্রই ছক ভেঙে এক অন্য গল্প বলতে চলেছেন পর্দায়। ছবির নাম জুইগাটো। ইতিমধ্যেই ছবিটি দেখান হয়েছে Toronto International Festival-এ। তবে দর্শকেরা ছিলেন অপেক্ষায়, কবে এই ছবির ট্রেলার মুক্তি পাবে। এবার সেই অপেক্ষার ইতি ঘটল।
কপিল শর্মা নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে বসলেন। ঝড়ের গতিতে যা ভাইরাল হল নেটপাড়ায়। স্ত্রী ও সন্তানকে নিয়ে এক অভাবের পরিবার চালান অভিনেতা, যেখানে তিনি বাধ্য হয়ে ডেলিভারি বয়ের কাজ হাতে তুলে নিয়েছিলেন। তবে তা থেকে লাভের লাভ খুব একটা হচ্ছে না। ডেলিভারি বয়দের জীবনে জড়িয়ে থাকা নানা ছোটবড় সমস্যাই এই ছবিতে কপিল শর্মার বিশেষত্ব হয়ে উঠেছে।
View this post on Instagram
কপিল শর্মা তাঁর এই চরিত্র নিয়ে সেভাবে কিছু না বললেও তা যে পর্দায় এক অন্যমাত্রার প্রভাব ফেলতে চলেছে তা বোঝাই যায়। সোশ্যাল মিডিয়ায় ডেলিভারি বয়দের নিয়ে যা যা প্রশ্ন ঘুরে বেড়ায়, তার অনেকটা রয়েছে এই ছবি জুড়ে। তাঁদের সমস্যাগুলোও স্পষ্ট করে দেখান হয়েছে ট্রেলারের ছত্রে ছত্রে। যার ফলে ছবি ঘিরে এক বাড়তি খিদে তৈরি হয়েছে দর্শকদের মনে। কপিল শর্মা এত গুরুগম্ভীর চরিত্রে অতীতে কখনও ধরা দেননি। তাই ছবির ট্রেলার দেখা মাত্রই দর্শক মনে জায়গা করে নেয়। এখন দেখার ছবি মুক্তির পর তা কতটা গভীর প্রভাব ফেলে ব্যবসা ও বিনোদনে।