Kartik Aaryan: পানমশলার বিজ্ঞাপন করব না! কত কোটির অফার ফেরালেন কার্তিক আরিয়ান?
Kartik Aaryan: মাস কয়েক আগের ঘটনা। তামাকজাত দ্রব্যের মুখ হওয়ায় অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রণবীর সিং ও অজয় দেবগনের বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ।

লালে লাল ব্রিজের কোন, বাথরুমের দেওয়াল। এ দৃশ্য ভারতের বিভিন্ন স্থানে দেখা যায় হরদমই। গুটখা-পানমশলার রঙে লাল হয় দেশ। আর এই সব পানমশলার ‘মুখ’ হতে যখন দ্বিধাবোধ করেননি অজয় দেবগণ ও শাহরুখ খানের মতো শিল্পীরাও তখন খানিক অন্য পথে হাঁটলেন তুলনায় অনেক নতুন অভিনেতা কার্তিক আরিয়ান। সূত্র জানাচ্ছে, সম্প্রতি কোটি কোটি টাকার লোভে পা না দিয়ে এক পানমশলার বিজ্ঞাপনে না বলে দিয়েছেন কার্তিক।
বলিউড হাঙ্গামাকে এক ‘অ্যাড গুরু’ জানিয়েছেন খবরটি সত্যি। তাঁর কথায়, “হ্যাঁ, ওই ছেলেটি ৮/৯ কোটির অফার ছেড়ে দিয়েছে, দেখে যা মনে হচ্ছে ওর মধ্যে নীতিবোধ রয়েছে। যা আজকালের যুগে একেবারেই বিরল। এত বড় টাকার অঙ্কে না বলা খুব সহজ কাজ নয়। তাই যুব সমাজের মুখ হিসেবে ও যা করেছে তা সত্যিই তারিফযোগ্য।” তবে শুধু কার্তিকই নন সাম্প্রতিক অতীতে ‘পুষ্পা’ অল্লু অর্জুনও পানমশলা বিজ্ঞাপনে না বলেছিলেন। ছেড়েছিলেন ১০ কোটি টাকার অফার। এবার সেই দলে নাম লেখালেন কার্তিকও। প্রসঙ্গত, সেলিব্রিটিদের এই সব তামাকজাত দ্রব্য প্রচার করায় বহুদিন ধরেই হচ্ছে প্রতিবাদ।
মাস কয়েক আগের ঘটনা। তামাকজাত দ্রব্যের মুখ হওয়ায় অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রণবীর সিং ও অজয় দেবগনের বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। সামাজিক অধিকার কর্মী তামান্না হসম এই অভিযোগ দায়ের করেছিলেন। ভারতীয় সংবিধানের ৪৬৮, ৪৬৭, ৪৩৯ ও ১২০ বি ধারায় অভিযোগ দায়ের হয়। অভিযোগে সাফ জানিয়ে দেওয়া হয়, সেলেবরা তাঁদের জনপ্রিয়তাকে ভুল পথে ব্যবহার করছেন। কেবলমাত্র টাকার প্রয়োজনে এই পদক্ষেপ করা সমাজের পক্ষে হানিকারক বলেও দাবি করেন সেই অভিযোগকারী। এই সব অভিযোগ-আদালতের মধ্যেই কার্তিক যেন স্বতন্ত্র। তাঁকে নিয়ে রীতিমতো গর্ব করছেন তাঁর অনুরাগীরা।
