Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik On Salman: ‘খুব যন্ত্রণা হবে’, কার্তিককে আগে-ভাগে সাবধান করেছিলেন সলমন

Kartik Aaryan: গান নিয়ে মুখ খুলে কার্তিক আরিয়ান জানান, তিনি যখন এই গানের অফার পেয়েছিলেন সলমন খান খোদ তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Kartik On Salman: ‘খুব যন্ত্রণা হবে’, কার্তিককে আগে-ভাগে সাবধান করেছিলেন সলমন
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2023 | 8:47 AM

বর্তমানে প্রায় প্রতিটা বিগবাজেট বলিউড ছবির সঙ্গেই কোনও না কোনওভাবে জড়িত সলমন খান (Salman Khan)। কোনও ছবিতে ক্যামিও, কোনও ছবিতে আবার তাঁর স্পেশ্যাল উপস্থিতি। সব মিলিয়ে বলিউড যে এক কথায় কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে তা বলাই বাহুল্য। এবার তালিকা থেকে বাদ পড়লেন না কার্তিক আরিয়ানও। তাঁর আগামী ছবি ‘শেহজ়াদা’ এখন চর্চায়। রাত পোহালেই মুক্তি পেতে চলেছে ছবি। অভিনয়ে রয়েছেন কার্তিক আরিয়ানের সঙ্গে কৃতি স্যাননও। সদ্য কলকাতা সফর সেরে গেলেন অভিনেতা কার্তিক আরিয়ান। ছবির মুক্তির আগেই প্রচারে ব্যস্ত তিনি। আর সেই প্রচার মাঝে নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন কার্তিক আরিয়ান। ছবিতে রয়েছে সলমন খানের গানের রিমেক। ‘ক্যারেকটার ঢিলা হ্যায়’ গানের সঙ্গে নাচতে দেখা যায় কার্তিক আরিয়ানকে।

ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবি ঘিরে চর্চা তুঙ্গে। গান নিয়ে মুখ খুলে কার্তিক আরিয়ান জানান, তিনি যখন এই গানের অফার পেয়েছিলেন সলমন খান খোদ তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে সাবধানও করে দিয়েছিলেন তাঁকে। এই গানে সলমন খানের উপস্থিতিও বিশাল পাওয়া কার্তিকের জন্য বলেই জানান শেহজ়াদা অভিনেতা। যেখানেই যাচ্ছেন সেখানেই এই গান নিয়ে খুব ভাল প্রতিক্রিয়া পাচ্ছেন। তবে গান নিয়ে কার্তিককে সলমন খান একটা কথা বলেছিলেন, গানে একটি দৃশ্যে নীচে বসে স্টেপ করছিলেন অভিনেতা। যে পোজ় দেখে মজার ছলে সলমন খান বলেছিলেন, কপালে দুঃখ আছে। খুব যন্ত্রণা হবে। সলমন খানকে কার্তিক ধন্যবাদ জানাতেও পিছপা হন না।

যদিও ছবি মুক্তির কথা ছিল এক সপ্তাহ আগেই। ‘পাঠান’ ছবির দৌড় যে এত তাড়াতাড়ি থামার নয় বুঝেই  ছবির মুক্তি পিছনর সিদ্ধান্ত নেওয়া হয়েছি। পাঠান ছবির রিভিউ যেমনই হোক না কেন, সলমন খান শাহরুখ খানের ভক্তরা পারলে একাধিকবার ছবি দেখার পরিকল্পনা করে ফেলছিল। যার জেরে ছবি আগামী দুসপ্তাহ যে প্রেক্ষাগৃহে রাজত্ব করবে সেই অনুমান করে নিয়েই একসপ্তাহ হাতে রেখে পিছিয়ে দেওয়া হয় ছবির মুক্তি। তাই ১১-র বদলে ১৭-তে মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ানের শেহজাদা।