Katrina Kaif: এ কাজ কোনও ভারতীয় নারী অতীতে করেননি, কোন সাহস দেখালেন ক্যাটরিনা
Bollywood Gossip: ট্রেলার সামনে আসার পর থেকেই এই জুটি চর্চায়। তবে কেবল তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ খুঁজছেন না দর্শকেরা, পাশাপাশি এই ছবির এমন কিছু দৃশ্য রয়েছে, যা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। তার মধ্যে একটি হল ক্যাটরিনা কাইফের তোয়ালে পরে ফাইটের দৃশ্যে শুট করা।

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সামনেই মুক্তি পেতে চলেছে টাইগার থ্রি ছবি। সলমন খান ও ক্যাটরিনা কাইফ জুটি মানেই তা নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। ট্রেলার সামনে আসার পর থেকেই এই জুটি চর্চায়। তবে কেবল তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ খুঁজছেন না দর্শকেরা, পাশাপাশি এই ছবির এমন কিছু দৃশ্য রয়েছে, যা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। তার মধ্যে একটি হল ক্যাটরিনা কাইফের তোয়ালে পরে ফাইটের দৃশ্যে শুট করা। ক্যাটরিনা কাইফ প্রথম থেকেই বেশ কিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চেয়েছেন, করেওছেন। নিজেকে ভেঙেছে বহুবার, নিজেকে প্রমাণ করার তাগিদেই এবার এমন চ্যালেঞ্জ নিয়েছেন তিনি যা অতীতে কোনও ভারতীয় নারী করেছেন বলে তিনি মনে করেন না। সাধারণত টান টান অ্যাকশন দৃশ্য মানেই ফাইট, টানটান অ্যাকশন দৃশ্য মানে দুই হিরোর মুখোমুখি লড়াই।
যদিও এই ট্যাবু ভেঙে এখন অভিনেত্রীদের মধ্যে ফাইটের দৃশ্যকেও অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তবে দৃশ্যায়নের ক্ষেত্রে এই সাহস হয়তো অতীতে কেউ দেখাননি বলেই দাবি করলেন ছবির অভিনেত্রী। টাইগার থ্রি ছবির প্রচারে মুখ খুললেন তিনি। এই অ্যাকশন দৃশ্য প্রসঙ্গে জানালেন, এটা সত্যি কঠিন, কারণ হাতে হাতে লড়াই বেশ জনপ্রিয়। ঘুষি মারা, লাথি মারা সত্যি চ্যালেঞ্জের। তবে আমার মনে হয় না দুই অভিনেত্রীর মধ্যে এমন ফাইটের দৃশ্য আগে শুট হয়েছে। তিনি আরও বলেন, আমি ঝুঁকি নিতে পছন্দ করি। আর এই সংস্থা আমায় এমন অনেক সুযোগই করে দিয়েছেন। এই চরিত্রে দর্শক দেখতে পাবেন দুই অভিনেত্রী অভিনেতাদের মতোও ফাইট করতে সক্ষম। আমার তোয়ালে পরে ফাইট দৃশ্য ভাইরাল হয়েছে। এটা সত্যি ভীষণ কঠিন সিক্যুয়েল ছিল। আমার মনে হয় ভারতীয় অভিনেত্রীদের ক্ষেত্রে এমন করে কেউ অ্যাকশন দৃশ্য ভাবেননি।





