AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেখুন ছবি: আদিত্য চোপড়ার জন্মদিনে জেনে নিন তাঁর জীবনের অজানা গল্প

নিঃসন্দেহে আদিত্য চোপড়া বলিউডের একজন সফল ফিল্ম নির্মাতা। ‘দিলওয়ালে দুলহানিয়ে লে জায়েঙ্গে’, ‘রব নে বানা দি জোড়ি’ এবং ‘হাম তুম’-এরর মতো ছবির তৈরি করেছেন আদিত্য। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে বেশ কিছু তথ্য...

| Updated on: May 21, 2021 | 6:03 PM
Share
জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক-প্রযোজক তাঁর পরিচালনায় প্রথম ছবি ‘দিলওয়ালে দুলহানিয়ে লে জায়েঙ্গে’ সঙ্গে দেশে ঝড় তুলেছিলেন। ফিল্মটি রেকর্ড ব্রেকিং সাফল্য অর্জন করে এবং ব্লকবাস্টার হিট হয়েছিল। মাত্র ২৩ বছর বয়সে সে ছবির কাজটি শুরু করেন।

জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক-প্রযোজক তাঁর পরিচালনায় প্রথম ছবি ‘দিলওয়ালে দুলহানিয়ে লে জায়েঙ্গে’ সঙ্গে দেশে ঝড় তুলেছিলেন। ফিল্মটি রেকর্ড ব্রেকিং সাফল্য অর্জন করে এবং ব্লকবাস্টার হিট হয়েছিল। মাত্র ২৩ বছর বয়সে সে ছবির কাজটি শুরু করেন।

1 / 7
১৮ বছর বয়স থেকে তিনি বাবা যশ চোপড়ার সঙ্গে ফিল্মে একজন সহকারী পরিচালক হয়ে কাজ শুরু করেন। বাবার পরিচালিত ‘চাঁদনি’, ‘লমহে’ এবং ‘ডর’-এর মতো সিনেমাতে কাজ করেন।

১৮ বছর বয়স থেকে তিনি বাবা যশ চোপড়ার সঙ্গে ফিল্মে একজন সহকারী পরিচালক হয়ে কাজ শুরু করেন। বাবার পরিচালিত ‘চাঁদনি’, ‘লমহে’ এবং ‘ডর’-এর মতো সিনেমাতে কাজ করেন।

2 / 7
আদিত্য ভীষণ ইন্টোভার্ট একজন মানুষ ছিলেন। ছোটবেলায় আদিত্য এপিডি (অ্যান্টসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার) রোগে আক্রান্ত হন। টিন-এজের গোটা সময় ধরে তিনি এই রোগের সঙ্গে যুদ্ধ করেছেন এবং পরে সেরে উঠেছেন।

আদিত্য ভীষণ ইন্টোভার্ট একজন মানুষ ছিলেন। ছোটবেলায় আদিত্য এপিডি (অ্যান্টসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার) রোগে আক্রান্ত হন। টিন-এজের গোটা সময় ধরে তিনি এই রোগের সঙ্গে যুদ্ধ করেছেন এবং পরে সেরে উঠেছেন।

3 / 7
জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে বিয়ে করেন আদিত্য। তাঁর জন্ম তারিখ অর্থাৎ ২১ সংখ্যাটিও মিলে যায় ও স্ত্রীয়ের জন্ম তারিখের সঙ্গে (রানির জন্মদিন—২১ মার্চ)। এবং মজার বিষয় হল তাঁরা বিয়ে করেন ২১ এপ্রিল, ২০১৪।

জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে বিয়ে করেন আদিত্য। তাঁর জন্ম তারিখ অর্থাৎ ২১ সংখ্যাটিও মিলে যায় ও স্ত্রীয়ের জন্ম তারিখের সঙ্গে (রানির জন্মদিন—২১ মার্চ)। এবং মজার বিষয় হল তাঁরা বিয়ে করেন ২১ এপ্রিল, ২০১৪।

4 / 7
নির্দেশনা ও প্রযোজনার পাশাপাশি আদিত্য একজন দক্ষ লেখকও। ‘ডিডিএলজ’-র গান ‘অ্যায়সা পেহলি বার হুঁয়া সতরা-অঠরা সাঁলো মে’, ‘জব তাক হ্যাঁয় জান’-র ‘তেরি আঁখো কি নমকিন মস্তিয়াঁ’-র মতো বেশ কয়েকটি ফিল্মের বিখ্যাত সংলাপ তিনি লিখেছেন। ‘ধুম-থ্রি’-এর ‘বন্দে হ্যাঁয় হাম উসকে’-এও তাঁর লেখা।

নির্দেশনা ও প্রযোজনার পাশাপাশি আদিত্য একজন দক্ষ লেখকও। ‘ডিডিএলজ’-র গান ‘অ্যায়সা পেহলি বার হুঁয়া সতরা-অঠরা সাঁলো মে’, ‘জব তাক হ্যাঁয় জান’-র ‘তেরি আঁখো কি নমকিন মস্তিয়াঁ’-র মতো বেশ কয়েকটি ফিল্মের বিখ্যাত সংলাপ তিনি লিখেছেন। ‘ধুম-থ্রি’-এর ‘বন্দে হ্যাঁয় হাম উসকে’-এও তাঁর লেখা।

5 / 7
আদিত্যর অন্যতম বন্ধু হলেন ফিল্মমেকার করণ জোহর। করণ জোহরইকে তাঁকে ফিল্মমেকিংকে পেশা হিসাবে বাছতে উৎসাহ করেন।

আদিত্যর অন্যতম বন্ধু হলেন ফিল্মমেকার করণ জোহর। করণ জোহরইকে তাঁকে ফিল্মমেকিংকে পেশা হিসাবে বাছতে উৎসাহ করেন।

6 / 7
আদিত্য চোপড়ার প্রিয় কিছু ফিল্ম ‘গুডফেলাস’, ‘আওয়ারা’, ‘মোগল-এ-আজম’, ‘দিওয়ার’ এবং ‘চুপকে চুপকে’। তাঁর পছন্দের বইগুলির মধ্যে রয়েছে অ্যান র‍্যান্ডের ‘দ্য ফাউন্টেনহেড’, জেফরি আর্চারের ‘কেন অ্যান্ড আবেল’  এবং জন গ্রিশামের ‘দ্য ফার্ম’।

আদিত্য চোপড়ার প্রিয় কিছু ফিল্ম ‘গুডফেলাস’, ‘আওয়ারা’, ‘মোগল-এ-আজম’, ‘দিওয়ার’ এবং ‘চুপকে চুপকে’। তাঁর পছন্দের বইগুলির মধ্যে রয়েছে অ্যান র‍্যান্ডের ‘দ্য ফাউন্টেনহেড’, জেফরি আর্চারের ‘কেন অ্যান্ড আবেল’ এবং জন গ্রিশামের ‘দ্য ফার্ম’।

7 / 7