২০১৮ থেকে প্রেম নিয়ে নানা জল্পনা তুঙ্গে, আলিয়া ভাটের সঙ্গে রণবীরের সম্পর্ক ধীরে ধীরে গভীর হলেও বিয়ে প্রসঙ্গে কেউ কোনো মুখ খুলতে নারাজ। কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই জুটি, বহুবার এই প্রশ্নের উত্তর মিলেছে নানা উপায়। টিনসেল টাউনে কান পাতলেই এক এক বার এক এক দিনক্ষণের খবর এসেছে সামনে। তবে কোথাও গিয়ে যেন সেই খবরেই এবার শিলমোহর দিল বেশ কিছু সংবাদ মাধ্যম।
ঘনিষ্টসূত্রে খবর এপ্রিল মাসেই বিয়ে করতে চলেছেন তাঁরা, কাগজে কলমে বিয়ে এপ্রিলে আর ডিসেম্বরে বিয়ে হবে। সেই আনন্দতেই মজে ছিল ভক্তমহল। তবে কিছুক্ষণের মধ্যেই আলিয়ার পরিবারের এক সদস্য জানান, বিয়ে নিয়ে কোনও প্রস্তুতিই নেই তাই বিয়ের প্রসঙ্গি আসছে না। শুধু তিনি নন, একইভাবে ভাবে মহেশ ভাটও জানান, গুজব চলতেই থাকবে দীর্ঘদিন ধরে। তবে কি কখনই বিয়ে করবেন না এই জুটি! কেন এমন বললেন মহেশ ভাট!
ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। কারণ পাত্র হিসেবে তিনি যে খুব একটা ভালো চোখে দেখেন না রমবীরকে তার প্রমাণ মিলেছিল অতীতেই। স্পষ্টই জানিয়ে ছিলেন, রণবীর কাপুর হলেন ক্যাসানোভা। ঝড়ের গতীতে ভাইরাল হয় সেই মন্তব্য আলিয়ার সঙ্গে রণবীর সম্পর্কে আসার পর। যদিও এই প্রসঙ্গে বর্তমানে কিছুই মন্তব্য করেন না মহেশ ভাট। সোনি রাজধানের কথায় রণবীর বেশ ভাল ছেলে। কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার সম্পর্কও বেশ ঘনিষ্ঠ। তাঁরা লকডাউনের সময় থেকেই একে অন্যের সঙ্গে লিভইনে ছিলেন। মাঝে শোনা গিয়েছিল বিয়ের জন্য শুরু হয়ে গিয়েছে কেনাকাটাও। কিন্তু ঋষি কাপুরের প্রয়াণে কোথাও গিয়ে যেন থমকে গিয়েছিল এই বিবাহ অনুষ্ঠান। তবে সেলেব পরিবারের পক্ষ থেকে কখনই সামনে আসেনি বিবাহ প্রসঙ্গ। এবার জল্পনা শুরু হতে নিজেরাই তা ফুঁৎকারে উড়িয়ে দিয়ে আবারও ভক্তদের নিরাশ করলেন।
আরও পড়ুন- Viral Photo: ‘পোশাক না খুলেও সেলেব হওয়া যায় মা’, কেন হঠাৎ সোলাঙ্কিকে উপদেশ নেটপাড়ার?
আরো পড়ুন- RRR Controversy: বক্সঅফিসে ৫০০ কোটির ঝড়, ৯ কোটি পকেটে পুরেও মুখ ভার আলিয়ার
আরও পড়ুন- Social Media Troll: মুখ ফিরিয়েছে বলিউড, বয়সের ছাপ ভুলে হট পোজ়, ব্যাপক ট্রোলের শিকার আমিশা