কন্যা সন্তান দত্তক নিয়ে ছেলেকে পরিবার দিতে চান মালাইকা

Malaika Arora: মালাইকা আরও জানান, তিনি যে পরিবারে বড় হয়েছেন, সেখানে অনেক মেয়ে। আর যে পরিবারে বিয়ে করেন সেখানে ছেলের আধিক্য।

কন্যা সন্তান দত্তক নিয়ে ছেলেকে পরিবার দিতে চান মালাইকা
মালাইকা আরোরা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 12:01 PM

আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের সম্পর্ক ভেঙেছেন মালাইকা আরোরা। তবে একমাত্র সন্তান আরহান খানের সঙ্গে তাঁদের দুজনেরই সমান সম্পর্ক। আরহান এখন টিনএজার। কিন্তু ইদানিং নাকি মালাইকার মনে হচ্ছে তাঁর একটি কন্যা সন্তান থাকলে ভাল হত। আরহান একটা পরিবার পেত, বাড়ি পেত। সে কারণে কন্যা সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মালাইকা।

সদ্য এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, “আমরা অনেক বন্ধু শিশু দত্তক নিয়েছে। সত্যিই সেই শিশুরা জীবন আনন্দে ভরিয়ে দেয়। আমি আরহানের সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনা করি। কন্যা সন্তান দত্তক নিয়ে ওকে একটা পরিবার দিতে চাই, তা নিয়েও ছেলের সঙ্গে আলোচনা হয়েছে। কথা হয়েছে অনেকবার। কিন্তু এখনই কোনও পরিকল্পনা নেই।”

মালাইকা আরও জানান, তিনি যে পরিবারে বড় হয়েছেন, সেখানে অনেক মেয়ে। আর যে পরিবারে বিয়ে করেন সেখানে ছেলের আধিক্য। ফলে কন্যা সন্তান মিস করেন তিনি। মালাইকার নিজের বোন রয়েছেন। অমৃতা আরোরা। দুই বোন সব কিছু শেয়ার করেন। মেয়ে থাকলে তাকে সুন্দর করে সাজাতে পারতেন বলেও আক্ষেপ করেন মালাইকা।

এর আগে রিয়ালিটি শোয়ের মঞ্চে মালাইকা বলেন, মালাইকা বলেন, “আমার ছেলে আছে। কিন্তু জীবনের অনেকটা সময় ধরে আমি ভেবেছি, আমার যদি একটা মেয়েও থাকত! আমার এত সুন্দর জামা বা জুতো রয়েছে, কিন্তু সেগুলো আমি ছাড়া আর পরার কেউ নেই!”

আরও পড়ুন, পূর্ণবয়স্ক হাতি দাঁত পড়ে যাওয়ায় না খেতে পেয়ে অপুষ্টিতে মারা যায়: হাতি বিশেষজ্ঞ শান্তনু ঘোষ

আরও পড়ুন, সকলকে হাসান কপিল শর্মা, কার কথা শুনে তিনি হাসলেন?