টক্করে হারলেন করণ জোহর! ছ’কোটি খরচ করে স্ক্রিপ্ট কিনলেন এই প্রযোজক
শোনা যাচ্ছিল, একের পর এক প্রযোজক ‘মাস্টার’-এর স্বত্ত্ব কেনার চেষ্টায় ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন করণ জোহর। সূত্রের খবর, “হিন্দিতে ‘মাস্টার’ তৈরি করার ভাবনা ছিল করণের। ভীষণ চেষ্টায় ছিলেন প্রযোজক তবে অন্যদিকে মুরাদ বেশি দামে স্ক্রিপ্ট কিনে ফেলেন।”
‘কবির সিং’-তুমুল বক্স অফিস সাফল্যের পর প্রযোজক মুরাদ খেতানি অরিজিনাল স্ক্রিপ্টের সন্ধানে প্রায় উঠে পড়ে লেগেছেন। ‘নমক হালাল’ ছবির পর এখন তিনি বিজয় এবং বিজয় সেতুপতি অভিনীত ‘মাস্টার’-এর রিমেক রাইটস অধিগ্রহণ করলেন। ৫০ শতাংশ দর্শকাসনের বেড়াজাল ডিঙিয়েও বক্স অফিসে ইতিমধ্যেই সাড়া ফেলেছে তালিম ছবি ‘মাস্টার’।
আরও পড়ুন মানুষই আমায় সেই বিকিনি শুটের কথা ভুলতে দেবে না: শর্মিলা ঠাকুর
শোনা যাচ্ছিল, একের পর এক প্রযোজক ‘মাস্টার’-এর স্বত্ত্ব কেনার চেষ্টায় ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন করণ জোহর। সূত্রের খবর, “হিন্দিতে ‘মাস্টার’ তৈরি করার ভাবনা ছিল করণের। ভীষণ চেষ্টায় ছিলেন প্রযোজক তবে অন্যদিকে মুরাদ বেশি দামে স্ক্রিপ্ট কিনে ফেলেন।”
সূত্রের খবর, বৃহৎ পরিমাণ অর্থের উল্লেখ করে ‘সিনে ওয়ান’ স্টুডিও।
“মুরাদ আগামী কয়েক বছর বেশ কয়েকটি রিমেক ফিল্ম তৈরি করার আগ্রহ দেখিয়েছেন। ‘থডম’, ‘নমক হালাল’-এর পর ‘মাস্টার’ ছবির স্বত্ব কেনেন মুরাদ। তিনি ছ’কোটিরও বেশি টাকা খরচ করে ছবির স্ক্রিপ্ট কেনেন মুরাদ। এর আগে প্রায় ৪-৫ কোটি টাকা খরচ করে মুরাদ ‘অর্জুন রেড্ডি’-র স্বত্ব কেনেন। তবে যেই মুহূর্তে মুরাদ জানতে পারেন করণ জোহরও ছবির স্ক্রিপ্ট কেনার চেষ্টা চালাচ্ছেন তিনি আরও বেশি টাকা খরচ করতে পিছপা হননি। স্ক্রিপ্টের পূণনির্মাণের চেষ্টা চালাচ্ছে মুরাদের টিম। সব ঠিকঠাক হওয়ার পর ফিল্ম কাস্টিং শুরু হতে পারে।”