ক্যানসার-যুদ্ধে জয়ী, করণের পরিচালনায় ফের পর্দায় নাফিসা আলি

যে ছবি দিয়ে নাফিসার কামব্যাক হচ্ছে তার নাম 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। সম্প্রতি ওই ছবির ঘোষণা করেছেন করণ। ছবিতে দেখা যাবে রণবীর সিং ও আলিয়া ভাটকে।

ক্যানসার-যুদ্ধে জয়ী, করণের পরিচালনায় ফের পর্দায় নাফিসা আলি
নাফিসা আলি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2021 | 4:28 PM

ক্যানসার দানা বেঁধেছিল অভিনেত্রী নাফিসা আলির শরীরে। কাজ করছিল এক অদ্ভুত অনিশ্চয়তা। তবে সে সব এখন অতীত। ক্যানসার যুদ্ধে জয়ী হয়েছেন তিনি। ফিরছেন বড় পর্দাতেও। করণ জোহরের সিনেমা থেকেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন নাফিসা। ক্যানসারের সঙ্গে সেই যুদ্ধ ও ফেলে আসা সেই সব অতীত নিয়েই মুখ খুললেন তিনি।

তাঁর কথায়, “ক্যানসার ও করোনা-লকডাউন আমায় যেন একটি বাক্সের মধ্যে আটকে রেখেছিল। সারাদিন নিজের জগতেই থাকতাম। কখনও কখনও ভীষণ একা লাগত, ভীষণ হতাশও লাগত আমার।” কোভিড কালে মুম্বই গিয়ে শুটিং শুরু করার অনুমতি তিনি পরিবারের তরফে পাননি। কিন্তু সম্প্রতি ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে ফেলায় সেই অনুমতি মিলেছে। অভিনেত্রী যোগ করেন, “আমি জীবন ভালবাসি, মানুষ ভালবাসি। সৃষ্টি দ্বারা ঘিরে থাকতে চাই আমি। সিনেমা আমার প্যাশন, আমার ভালবাসা।” অবশেষে ভালবাসার কাছে আবারও ফিরতে পেরে তিনি বেশ খুশি। নাফিসা জানিয়েছেন, আপাতত ডাক্তাররা তাঁকে ‘ক্লিন চিট’ দিয়েছেন, কিন্তু পাঁচ বছর না গেলে তিনি আদপে সম্পূর্ণ বিপন্মুক্ত কিনা তা বলা যাবে না। প্রসঙ্গত, ২০১৮ সালে স্টেজ থ্রি লিউকোডারমায় আক্রান্ত হয়েছিলেন নাফিসা।

যে ছবি দিয়ে নাফিসার কামব্যাক হচ্ছে তার নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সম্প্রতি ওই ছবির ঘোষণা করেছেন করণ। ছবিতে দেখা যাবে রণবীর সিং ও আলিয়া ভাটকে। আলিয়া-রণবীর এর আগেও গাল্লি বয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাঁদের জুটি পছন্দ হয়েছিল দর্শকের।

আরো পড়ুন-অন্বেষার নামে ভুয়ো রটনা,  সাবধান করলেন অভিনেত্রী