AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কম্প্রোমাইজ করেননি বলে কাজ হাতছাড়া হয়েছে, প্রকাশ্যে জানালেন নার্গিস

Nargis Fakhri: নার্গিস জানিয়েছেন, কখনও নগ্ন ফটোশুট করেননি। অথবা কাজ পাওয়ার জন্য কোনও পরিচালকের সঙ্গে যৌনতায় লিপ্ত হননি। বিখ্যাত হওয়ার কোনও বাসনা তাঁর ছিল না।

কম্প্রোমাইজ করেননি বলে কাজ হাতছাড়া হয়েছে, প্রকাশ্যে জানালেন নার্গিস
নার্গিস ফকরি।
| Edited By: | Updated on: Aug 07, 2021 | 6:30 PM
Share

কাস্টিং কাউচ কোনও নতুন শব্দ নয়। যে কোনও ইন্ডাস্ট্রিতেই এর প্রভাব রয়েছে। তবে ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে দর্শকের আকর্ষণ সব সময়ই বেশি। তবে এ কথাও ঠিক অনেকে স্বেচ্ছায় কম্প্রোমাইজ করেন, তা একাধিক তারকা প্রকাশ্য সাক্ষাৎকারে স্বীকার করেছেন। ঠিক যেমন নার্গিস ফকরি। কম্প্রোমাইজ করেননি বলে কাজ পাননি, সে কথা প্রকাশ্যেই জানালেন অভিনেত্রী।

নার্গিস জানিয়েছেন, কখনও নগ্ন ফটোশুট করেননি। অথবা কাজ পাওয়ার জন্য কোনও পরিচালকের সঙ্গে যৌনতায় লিপ্ত হননি। বিখ্যাত হওয়ার কোনও বাসনা তাঁর ছিল না। নিজের মূল্যবোধের গন্ডি স্পষ্ট করে দিয়েছিলেন কেরিয়ারের প্রথম দিন থেকেই। সে কারণে অনেক কাজ হাতছাড়া হয়েছে। তবে তাতে নাকি তাঁর কোনও আফসোস নেই।

নার্গিসের কথায়, “নিজের চারদিকে সীমানা তৈরি করেছিলাম বলে অনেক বার প্রত্যাখ্যাত হয়েছি। কষ্ট পেয়েছি। কিন্তু নিজেকে বুঝিয়েছি দিনের শেষে মূল্যবোধ থাকলে তবেই জয় লাভ করা যায়। আমি নিজের জায়গায় ঠিক থেকেছি। কেউ অন্য কিছুর জন্য আমাকে রাজি করাতে পারেনি। এমনকি মডেলিং ইন্ডাস্ট্রিতেও নগ্ন ফটোশুটের অফার এসেছিল, কিন্তু এ সবে কখনওই আমি স্বচ্ছন্দ নই।”

২০১১-এ মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ‘রকস্টার’। রণবীর কাপুর অভিনীত সে ছবির মাধ্যমেই বলি ডেবিউ করেছিলেন নার্গিস। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল সে ছবি। এরপর জন আব্রাহামের সঙ্গে ‘মাদ্রাজ ক্যাফে’ বা সলমন খানের সঙ্গে ‘কিক’ ছবিতে অভিনয় করেছেন। সঞ্জয় দত্তের সঙ্গে ‘তোরবাজ’ ছবিতে শেষ দেখা গিয়েছে নার্গিসের অভিনয়। কম্প্রোমাইজ করতে রাজি হন না বলেই নাকি তাঁর কেরিয়ারে ছবির সংখ্যা অনেক কম, এমনটাই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, লাঠি খেলা শিখছেন, কাকে সাবধান করলেন পাওলি দাম?