তাঁর বউমার নাম আলিয়া ভাট। ছেলের নাম রণবীর কাপুর। সম্প্রতি শাশুড়ি হয়েছেন নিতু কাপুর। বিয়ে দিয়েছেন ছেলের। ১৪ এপ্রিল চৈত্রমাসের শেষ দিন বিয়ে করেন আলিয়া ও রণবীর। গোটা দেশের নজর ছিল সেই বিয়ের দিকে। বউমা আলিয়াকে সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছেন নিতু। ঝাড়া হাত-পা হয়েছেন তিনি। শুটিংয়ে মন দিয়েছেন পুরোপুরিভাবে। ছবির শুটিং করেছেন আগেই। ‘যুগ যুগ জিও’ ছবিতে অভিনয় করেছেন স্বামী ঋষি কাপুরের মৃত্যুর পর। ইদানিং একটি রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনেও তিনি। সেই শোয়ে নিজের ছবি ‘ভুল ভুলাইয়া ২’-এর প্রচারে এসেছিলেন কিয়ারা আডবানী। কিয়ারার সঙ্গে মেলামেশা শুরু করেছেন নিতু, তা দেখে নেটিজ়েনদের একটা বড় অংশ বলছেন, আলিয়া নন, কিয়ারাই হতে পারতেন নিতুর বউমা। কিয়ারার সঙ্গেই রণবীরের বিয়ে দিতে পারতেন নিতু।
নেটিজ়েনদের মন্তব্য, “আলিয়া নন, রণবীরকে কিয়ারার সঙ্গে বেশি ভাল দেখতে লাগে।” অন্য এক নেটিজ়েন লিখেছেন, “কিয়ারাই হতে পারতেন নিতুর পুত্রবধূ।” সরাসরি আলিয়ার সঙ্গে তুলনা করে আরও একজন নেটিজ়েন লিখেছেন, “আলিয়ার চেয়ে ১০০ গুণ ভাল নিতুজি।”
কিছুজন এও লিখেছেন, “বরুণ ধাওয়ানের সঙ্গে কিয়ারাকে বেশি ভাল লেগেছে ‘যুগ যুগ জিও’তে”। এই প্রথম কিয়ারার সঙ্গে জুটি বেঁধেছেন বরুণ। অতীতে আলিয়া ভাটের সঙ্গে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘কলঙ্ক’ এমনকী তাঁদের প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ অভিনয় করেছেন আলিয়া-বরুণ।
আলিয়ার কারণেই ইন্ডাস্ট্রিতে অভিষেক হওয়ার আগে নিজের নাম পাল্টেছিলেন কিয়ারা। তাঁর নাম ছিল আলিয়া আডবানী। ইন্ডাস্ট্রিতে অন্য এক আলিয়ার রাজত্ব দেখেই নাম পাল্টেছিলেন কিয়ারা।