দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার পর কেন কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন নেহা?
Neha Dhupia: ২০১৮-র নভেম্বরে প্রথম সন্তান মেহেরের জন্ম দেন নেহা। এখন তাঁর বয়স ৪০ বছর। ফলে দ্বিতীয় মাতৃত্ব নিয়ে অনেক বেশি সাবধানী তিনি।
সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় মাতৃত্বের খবর শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। প্রকাশ্যে এসেছে তাঁর বেবি বাম্পের ছবিও। কিন্তু সন্তানসম্ভবা হওয়ার পরই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। অঙ্গদ বেদি করোনা আক্রান্ত হয়েছিলেন। ফলে মেয়ে মেহেরকে নিয়ে সেই সময়টা খুব উদ্বেগে কাটাতে হয়েছিল নেহাকে।
এ দিন সংবাদ মাধ্যমে নেহা বলেন, “এমনিতেই পরিচিত, প্রিয়জন করোনা আক্রান্ত হলে চিন্তা হয়। আর সেই টেনশন অনেক বেশি বেড়ে যায় যখন কেউ প্রেগন্যান্ট। আমারও তাই হয়েছিল। কিন্তু অঙ্গদই আমাকে পজিটিভ থাকতে সাহায্য করেছিল।”
২০১৮-র নভেম্বরে প্রথম সন্তান মেহেরের জন্ম দেন নেহা। এখন তাঁর বয়স ৪০ বছর। ফলে দ্বিতীয় মাতৃত্ব নিয়ে অনেক বেশি সাবধানী তিনি। নেহার কথায়, “দ্বিতীয় মাতৃত্ব প্রথম বারের থেকে অনেকটাই আলাদা। প্রথমবার অনেক প্রশ্ন ছিল মনে। এখন বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি জানি। তবে লকডাউনের জন্য সমস্যা অনেক বেশি। বাড়িতেই থাকতে হচ্ছে। মেহেরের সঙ্গে সময় কাটাচ্ছি।”
নেহা আরও জানান, করোনা পরবর্তী পৃথিবীতে জীবন অনেক বেশি অনিশ্চিত হয়ে গিয়েছে। এখন সন্তানকে পৃথিবীতে আনার আগে অনেক ভাবতে হচ্ছে মায়েদের। কিন্তু নিজে পজিটিভ থাকলে সব সমস্যার সমাধান করা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। মেহের যে দিদি হতে চলেছে, তা নাকি মেয়েকে বুঝিয়েছেন নেহা। তাঁর কথায়, “আমি ওকে বাচ্চাদের ছবি দেখাই। ও জানে, আমাদের বাড়িতেই একটা বেবি আসবে। একটা নামও ঠিক করেছে। ওর কোন কোন খেলনাগুলো তাকে দেবে, সেটাও ঠিক করেছে মেহের।”
মেহেরকে যেমন ক্যামেরা থেকে দূরে রাখেন এই দম্পতি, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। কেন মেহেরের মুখ প্রকাশ্যে শেয়ার করেন না, সে প্রসঙ্গে অঙ্গদ কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বলেন, “মেয়ের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। ভবিষ্যতে ও যখন বুঝতে শিখবে, নিজে সিদ্ধান্ত নিতে পারবে, তখন যদি ও চায় ওর ছবি প্রকাশ হোক, তখন হবে। কিন্তু এখনও ওর সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি। সে কারণে আমরা ওর অনুমতি ছাড়া ওর ছবি প্রকাশ করতে পারব না।”
আরও পড়ুন, প্রেমে পড়েছেন মিনিশা লাম্বা, প্রেমিকের আসল পরিচয় জানেন?
আরও পড়ুন, হঠাৎ করেই কনের সাজে দেবিনা! নতুন কোনও খবর?