হঠাৎ করেই কনের সাজে দেবিনা! নতুন কোনও খবর?

Debina Bonnerjee: ২০১১-এ গুরমিত চৌধুরিকে বিয়ে করেন দেবিনা। নিজের বিয়ে নিয়েও কম মজার ঘটনা নেই।

হঠাৎ করেই কনের সাজে দেবিনা! নতুন কোনও খবর?
দেবিনা বন্দ্যোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2021 | 5:07 PM

অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। টেলিভিশনের সীতা বললে একডাকে দর্শক চিনতে পারবেন। রামায়ণ-এ দেবিনা সীতার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়েছিলেন। এ হেন দেবিনা হঠাৎই বাঙালি কনের সাজে সোশ্যাল মিডিয়ায় রিল শেয়ার করলেন। স্পেশ্যাল কোনও শুটিং? একেবারেই নয়। বরং হঠাৎ করেই মায়ের মতো সেজেছেন দেবিনা। TV9 বাংলাকে তিনি জানান, বিয়ের দিন তাঁর মা যে ভাবে সেজেছিলেন, সেই লুক রিক্রিয়েট করেছেন তিনি।

হঠাৎ করেই এই ইচ্ছে হল কেন? দেবিনার কথায়, “বুকশেল্ফ পরিষ্কার করতে করতে বাবা-মায়ের বিয়ের অ্যালবাম হঠাৎ করেই খুঁজে পেলাম। মাকে বিয়ের দিন অপূর্ব সুন্দরী লাগছিল। এতদিন পরে মনে হল, আমিও মায়ের মতো সাজি। ওই লুকটা রিক্রিয়েট করার চেষ্টা করলাম।”

মেয়েরা যেন অনেকেই মায়ের মতো হতে চান। দেবিনাও তার ব্যতিক্রন নন। জীবনের প্রতিটি পদক্ষেপেই যেন মায়ের মতো হতে পারেন, এ ইচ্ছে তাঁরও ছিল। তাই এই প্রয়াস কোথাও মায়ের প্রতি শ্রদ্ধাও।

২০১১-এ গুরমিত চৌধুরিকে বিয়ে করেন দেবিনা। নিজের বিয়ে নিয়েও কম মজার ঘটনা নেই। দেবিনা বললেন, “আমরা যখন বিয়ে করেছিলাম, তখন হাতে টাকা একেবারেই ছিল না। ফলে আলাদা করে সঙ্গীত বা মেহেন্দির অনুষ্ঠান করতে পারিনি। বিয়ের ঠিক দু’দিন আগে আমাদের বন্ধুরা মেহেন্দির অনুষ্ঠান হঠাৎ করেই প্ল্যান করেছিল। আমার থেকে বেশি মেহেন্দি পরেছিল ওরা। মনে হচ্ছিল, আমার নয় ওদেরই সেলিব্রেশন। টাকা কম ছিল ঠিকই। কিন্তু আনন্দ বিন্দুমাত্র কম হয়নি।”

এর আগে লকডাউনে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর তাগিদে বিভিন্ন প্রোডাক্ট বিনা পারিশ্রমিকে প্রোমোট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় দেবিনার ফলোয়ারদের সাহায্যে বাকিদের সাহায্য করতে চেয়েছিলেন দেবিনা। হেলথ কেয়ার, ফ্যাশন, ইন্টিরিয়র ডিজাইন, রিলেশনশিপ সংক্রান্ত পরামর্শ- বিভিন্ন দিকে দেবিনার ফলোয়ারদের আগ্রহ রয়েছে। এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নিজের সোশ্যাল অ্যাকাউন্টে বিনা পারিশ্রমিকে প্রোমোশনের সিদ্ধান্ত নেন দেবিনা। লকডাউনের পরিস্থিতিতে এ ভাবে অন্তত কিছু ছোট ব্যবসা বাঁচানোর প্রয়াস প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে।

আরও পড়ুন, সলমন প্রতারণা করেছিল, ওর সঙ্গে যোগাযোগ না রেখে ভাল আছি: সোমি আলি