প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিতর্কের এক নিবিড় সম্পর্ক। কখনও সম্পর্কের ভিত্তিতে, কখনও আবার কেরিয়ারের নতুন মোড়ে নানা পর্যায়ে বারে বারে সমালোচিত হতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। যদিও তিনি প্রতিটা পদে পদে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে গিয়েছেন একটা সময়, তবে বচসা কিছু মানুষের সঙ্গে থেকেই গিয়েছে। নিজের মত করে প্রিয়াঙ্কা চোপড়া কিছু সম্পর্ককে সামলে নিয়েছে, কিছু সম্পর্ক ছড়িয়ে গিয়েছে আবার বিবাদের জেরে। তারই মধ্যে একটি নাম হচ্ছে করণ জোহার। প্রিয়াঙ্কাকেও যিনি এক হাত নিতে দুবার ভাবেননি। অতীতের এমনই এক সাক্ষাৎকার ভাইরাল নেটদুনিয়ায়।
করণের সঙ্গে ইন্ডাস্ট্রির সম্পর্ক মোটের ওপর বেশ ভাল, তবে বেশ কিছু সেলেব মাঝে মধ্যেই তাঁর নিশানাতে রয়ে যায়। যার মধ্যে অন্যতম নাম হল প্রিয়াঙ্কা চোপড়া। জনসন্মুখে এক রিয়ালিটি শো-তে প্রিয়াঙ্কাকে অপমান করতেও তিনি পিছপা হননি। কেরিয়ারে একটা ধাপের পর প্রিয়াঙ্কা চোপড়া যখন হলিউডে নিজেক জায়গা করার চেষ্টা করছেন, তখন মাঝে মধ্যেই তিনি বলিউড ও হলিউডের মাঝে ট্রাভেল করতেন। পাশাপাশি সকলের মনে ও খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন সেলেব স্টার। তবে তাঁর এই সাফল্যই হোক বা কেরিয়ার নিয়ে নয়া মোড়, সকলে সমান চোখে দেখত না। বারে বারে সমালোচিত ও কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। শুনতে হয়েছে তিনি নিজের পারিশ্রমিক বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছেন।
২০১৭ সালে কফি উইফ করণে এসে প্রিয়াঙ্কাকে পড়তে হয়েছিল করণের নিশানায়। সেখানে করণ জানিয়েছিলেন, তোমার হলিউডের সাফল্যের বিষয় আমরা শুনেছি, তুমি সেখানে যা যা কাজ করেছ, সে বিষয় জেনেছি। প্রতিটা রেডকার্পেটে তোমার উপস্থিতি, প্রতিটা টকশো-তে থেকে পাচ্ছ ডাক, এবার আসল মজা শুরু হবে, ব়্যাপিড ফায়ার রাউন্ডের আগে এমনটাই ছিল করণের ভুমিকা। তিনি এখানেই থেকে থাকেননি। স্পষ্ট জানিয়ে ছিলেন, অনেক হয়েছে তোমার সুখ্যাতি, হিন্দি ছবির অভিনেত্রী, নিজের সীমায় থাকো।
আরও পড়ুন- Nora fatehi Controversy: প্রতারণার শিকার নোরা, ২০ লক্ষ টাকা জালিয়াতি, খোয়া গেছিল পাসপোর্ট