Bollywood Gossip: ঘাড়ে জুড়ে রণবীর কাপুর, ট্যাটু যন্ত্রণায় জর্জরিত দীপিকা চুকিয়ে ছিলেন ভালবাসার মাসুল

নিজেই রণবীরকে ছাড়লেন তিনি। তবে শরীরে রয়ে গেল প্রাক্তণের ছাপ। কয়েকদিন পর নিজেই সেই ট্যাটু সরিয়ে দিয়ে সকলের নজরে এসেছিলেন দীপিকা। ঝড়ের গতিতে তা হয়ে ওঠে ভাইরাল।

| Edited By: | Updated on: Apr 20, 2022 | 6:21 PM
ঘাড়ের মধ্যে স্পষ্ট ট্যাটু, দীপিকার সঙ্গে রণবীরের সস্মপর্কের পারদ যখন তুঙ্গে, তখন কোথাও গিয়ে যেন ঘর বাঁধার স্বপ্নি দেখছিলেন এই দুই স্টার। একে অন্যের সঙ্গে সময় কাটিয়েছিলেন অনেকটাই।

ঘাড়ের মধ্যে স্পষ্ট ট্যাটু, দীপিকার সঙ্গে রণবীরের সস্মপর্কের পারদ যখন তুঙ্গে, তখন কোথাও গিয়ে যেন ঘর বাঁধার স্বপ্নি দেখছিলেন এই দুই স্টার। একে অন্যের সঙ্গে সময় কাটিয়েছিলেন অনেকটাই।

1 / 6
একবার নয়, দুবার তাঁরা সম্পর্কে এসেছিলেন। রণবীর কাপুর সম্পর্কে থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন প্রথমবার। কিন্তু দীপিকার কথায়, তিনি ফিরে আসতে চেয়েছিলেন। কিন্তু প্রথমটায় বুঝতে পারেনি তিনি।

একবার নয়, দুবার তাঁরা সম্পর্কে এসেছিলেন। রণবীর কাপুর সম্পর্কে থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন প্রথমবার। কিন্তু দীপিকার কথায়, তিনি ফিরে আসতে চেয়েছিলেন। কিন্তু প্রথমটায় বুঝতে পারেনি তিনি।

2 / 6
দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কেবল শারীরিক টানেই তাঁর কাছে ফিরতে চেয়েছিলেন দীপিকা। কিন্তু দীপিকা তখন ভালবেসেই কাছে টেনেছিলেন কাপুর পুত্রকে।

দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কেবল শারীরিক টানেই তাঁর কাছে ফিরতে চেয়েছিলেন দীপিকা। কিন্তু দীপিকা তখন ভালবেসেই কাছে টেনেছিলেন কাপুর পুত্রকে।

3 / 6
বোঝেননি এই সম্পর্ক আবার ভাঙতে বসবে, তাই ভালবেসে ভালবাসার নাম পিঠে ট্যাটুও করিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু সেবারও সম্পর্ক বেশিদিন দানা বাঁধল না।

বোঝেননি এই সম্পর্ক আবার ভাঙতে বসবে, তাই ভালবেসে ভালবাসার নাম পিঠে ট্যাটুও করিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু সেবারও সম্পর্ক বেশিদিন দানা বাঁধল না।

4 / 6
আর সেবার নিজেই রণবীরকে ছাড়লেন তিনি। তবে শরীরে রয়ে গেল প্রাক্তণের ছাপ। কয়েকদিন পর নিজেই সেই ট্যাটু সরিয়ে দিয়ে সকলের নজরে এসেছিলেন দীপিকা। ঝড়ের গতিতে তা হয়ে ওঠে ভাইরাল।

আর সেবার নিজেই রণবীরকে ছাড়লেন তিনি। তবে শরীরে রয়ে গেল প্রাক্তণের ছাপ। কয়েকদিন পর নিজেই সেই ট্যাটু সরিয়ে দিয়ে সকলের নজরে এসেছিলেন দীপিকা। ঝড়ের গতিতে তা হয়ে ওঠে ভাইরাল।

5 / 6
বর্তমানে তাঁদের মাঝে সকল বিবাদের ইতি। ভাল বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা নিজেদের মধ্যে। কিন্তু অতীতের সম্পর্কের গসিপ থেকেই গিয়েছে তাঁদের মাঝে।

বর্তমানে তাঁদের মাঝে সকল বিবাদের ইতি। ভাল বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা নিজেদের মধ্যে। কিন্তু অতীতের সম্পর্কের গসিপ থেকেই গিয়েছে তাঁদের মাঝে।

6 / 6
Follow Us: