Nora fatehi Controversy: প্রতারণার শিকার নোরা, ২০ লক্ষ টাকা জালিয়াতি, খোয়া গেছিল পাসপোর্ট

Nora Fatehi: বিদেশিদের পক্ষে ভারতে এসে থাকা চ্যালেঞ্জের, কোন পরিস্থিতির শিকার হয়ে এমনটা বললেন নোরা!

| Edited By: | Updated on: Apr 20, 2022 | 8:30 PM
নোরা ফতেহি টিনসেল টাউনে এখন এক জনপ্রিয় নাম। তাঁর নাচ থেকে শুরু করে ফ্যাশন, প্রতিটা পদে পদে তিনি যেভাবে সকলের নজর কেড়েছেন তা এক কথায় বলতে গেল প্রশংসার দাবি রাখে। কিন্তু সেই সেলেবস্টারি কোথাও গিয়ে যেন শুরুতে বারে বারে ধাক্কা খেয়েছিলেন।

নোরা ফতেহি টিনসেল টাউনে এখন এক জনপ্রিয় নাম। তাঁর নাচ থেকে শুরু করে ফ্যাশন, প্রতিটা পদে পদে তিনি যেভাবে সকলের নজর কেড়েছেন তা এক কথায় বলতে গেল প্রশংসার দাবি রাখে। কিন্তু সেই সেলেবস্টারি কোথাও গিয়ে যেন শুরুতে বারে বারে ধাক্কা খেয়েছিলেন।

1 / 6
ভারতের বুকে এসে কেরিয়ার শুরু করা, পাল্লা দিয়ে টিকে থাকাটা যে ঠিক কতটা চ্যালেঞ্জের তা হারে হারে টের পেয়েছিলেন নোরা ফতেহি। তিনি জানিয়েছিলেন, বিদেশিদের পক্ষে ভারতের বুকে টিকে থাকাটা কঠিন।

ভারতের বুকে এসে কেরিয়ার শুরু করা, পাল্লা দিয়ে টিকে থাকাটা যে ঠিক কতটা চ্যালেঞ্জের তা হারে হারে টের পেয়েছিলেন নোরা ফতেহি। তিনি জানিয়েছিলেন, বিদেশিদের পক্ষে ভারতের বুকে টিকে থাকাটা কঠিন।

2 / 6
কিন্তু কেন এমন বলেছিলেন নোরা ফতেহি! শুরুটা হয়েছিল তাঁর একটি সাধারণ মেয়ের মতই। যে প্রতিটা পদে পদে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। ঠিক সেই সময়ই ঘটে বিপত্তি।

কিন্তু কেন এমন বলেছিলেন নোরা ফতেহি! শুরুটা হয়েছিল তাঁর একটি সাধারণ মেয়ের মতই। যে প্রতিটা পদে পদে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। ঠিক সেই সময়ই ঘটে বিপত্তি।

3 / 6
বিভিন্ন প্রস্তাব আসছে, কোথাও তিনি সিলেক্ট হচ্ছেন কোথাও আবার হচ্ছেন না। টাকা পয়সাও বাঁচিয়ে চলছেন। এমনই সময় তাঁর রুমমেটের দ্বারা তিনি ২০ লক্ষ টাকা চোট পান।

বিভিন্ন প্রস্তাব আসছে, কোথাও তিনি সিলেক্ট হচ্ছেন কোথাও আবার হচ্ছেন না। টাকা পয়সাও বাঁচিয়ে চলছেন। এমনই সময় তাঁর রুমমেটের দ্বারা তিনি ২০ লক্ষ টাকা চোট পান।

4 / 6
শুধু তাই নয়, পাশাপাশি চুরি যায় তাঁর পাসপোর্টও। বিজ্ঞাপন করে সেই টাকাটা তিনি জমিয়ে ছিলেন। কিন্তু পরবর্তীতে সেই টাকা আর ফেরত পাননি নোরা। যদিও নিজেকে বুঝিয়ে নিয়েছিলেন তিনি যে এটাই বাস্তব।

শুধু তাই নয়, পাশাপাশি চুরি যায় তাঁর পাসপোর্টও। বিজ্ঞাপন করে সেই টাকাটা তিনি জমিয়ে ছিলেন। কিন্তু পরবর্তীতে সেই টাকা আর ফেরত পাননি নোরা। যদিও নিজেকে বুঝিয়ে নিয়েছিলেন তিনি যে এটাই বাস্তব।

5 / 6
বড় কিছু করার জন্য বড় কিছু হারাতে হয়। কিন্তু নোরা চেষ্টার কোনও ফাঁক রাখেনি। একটা সময় সেই সংস্থা জানিয়ে দিয়েছিল নোরাকে তারা সেই টাকা ফেরত দেবে না।

বড় কিছু করার জন্য বড় কিছু হারাতে হয়। কিন্তু নোরা চেষ্টার কোনও ফাঁক রাখেনি। একটা সময় সেই সংস্থা জানিয়ে দিয়েছিল নোরাকে তারা সেই টাকা ফেরত দেবে না।

6 / 6
Follow Us: