Shamita Shetty Birthday: জন্মদিনের পোস্টে বোন শমিতাকে কোনও পশুর সঙ্গে তুলনা করলেন শিল্পা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 02, 2022 | 8:58 PM

বিগ বসের বাড়িতে ছিলেন যখন শমিতাকে ক্রমাগত চিয়ার করে গিয়েছিলেন শিল্পা। সেখানে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে ক্রমাগত লড়াই করতে দেখা যায় শমিতাকে। অনেকেই তাঁকে অহংকারীর তকমা দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ভালই খেলেছেন শমিতা।

Shamita Shetty Birthday: জন্মদিনের পোস্টে বোন শমিতাকে কোনও পশুর সঙ্গে তুলনা করলেন শিল্পা?
শিল্পা শেট্টি ও শমিতা শেট্টি।

Follow Us

৪৩ বছর বয়সে পা দিলেন শিল্পা শেট্টির বোন অভিনেত্রী শমিতা শেট্টি। তাঁকে শুভেচ্ছা জানাতে মিষ্টি একটি পোস্ট করেছেন শিল্পী। বোনের সঙ্গে বেশ কিছু ছবির কোলাজের ভিডিয়ো তৈরি করে পোস্ট করেছেন শিল্পা। সেই সঙ্গে লিখেছেন মিষ্টি একটি নোটও। লিখেছেন, “আমি তোমাকে এভাবেই দেখতে চাই সারা জীবন। আনন্দে! আমার টুনকি তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভ কামনা। আমার বাঘিনী। এই জন্মদিন তোমার জীবনে অনেক আনন্দ নিয়ে আসুক সেই কামনা করি। তোমার সব স্বপ্ন সত্যি হোক। তোমাকে ভালবাসি। তোমার জন্য আমি খুবই গর্বিত। দারুণ একটা বছর কাটাও তুমি আমার প্রাণ। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”

যে ভিডিয়ো শিল্পা শেয়ার করেছেন তাতে রয়েছে শমিতার ছুটি কাটানোর কিছু একাকী ছবি। কিছু ছবি রয়েছে দিদি শিল্পার সঙ্গেও। কিছুদিন আগে বিগ বস ১৫-র বাড়িতে ছিলেন শমিতা। তার আগে তিনি অংশ নিয়েছিলেন বিগ বস ওটিটিতেও। শমিতাকে নানা পর্যায় আবেগপ্রবণ হতে দেখা গিয়েছিল। সে সব দেখে শিল্পা তাঁর বোনের একরাশ আনন্দ কামনা করেছেন।

বিগ বসের বাড়িতে ছিলেন যখন শমিতাকে ক্রমাগত চিয়ার করে গিয়েছিলেন শিল্পা। সেখানে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে ক্রমাগত লড়াই করতে দেখা যায় শমিতাকে। অনেকেই তাঁকে অহংকারীর তকমা দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ভালই খেলেছেন শমিতা।

জন্মদিনে শমিতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিক রাকেশ বাপত। লিখেছেন, “শুভ জন্মদিন আমার ভালবাসা।” শমিতাকে জড়িয়ে ধরার বেশ কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন রাকেশ। তিনিও অংশগ্রহণ করেছিলেন বিগ বস ওটিটিতে। সেখানেই শমিতার প্রেমে পড়েছিলেন রাকেশ।


আরও পড়ুন: Saba-Imaad-Hrithik: সাবার সঙ্গে ৭ বছর লিভ ইন করেছেন নাসির-পুত্র

আরও পড়ুন: Salman Khan-BigBoss 15 Party: প্রেমিকাকে চুম্বন সলমনের, নিজেকে ভনরাজের সঙ্গে তুলনা বিশাল কোটিয়ানের

আরও পড়ুন: Vicky-Katrina-Salman: সলমনের কারণেই বিয়ের পর প্রথম প্রেম দিবস একসঙ্গে কাটাতে পারছেন না ভিকি-ক্যাট

Next Article
Vicky-Katrina-Salman: সলমনের কারণেই বিয়ের পর প্রথম প্রেম দিবস একসঙ্গে কাটাতে পারছেন না ভিকি-ক্যাট
Amitabh Bachchan-Jhund: শেষমেশ প্রকাশ্যে ‘ঝুন্ড’-এর মুক্তির তারিখ, দারুণ উচ্ছ্বসিত অমিতাভ