প্রথম স্ত্রীর মৃত্যুর পর মুগ্ধার সঙ্গে ডেটিংয়ে কেন অপরাধবোধে ভুগতেন রাহুল?

Rahul Dev Mugdha Godse: ২০০৮-এ ‘ফ্যাশন’ ছবিটির মাধ্যমে ডেবিউ করেন মুগ্ধা। রাহুলের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি জানান, রাহুলের সততা, স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে পারার ক্ষমতা, যত্ন নাকি তাঁকে মুগ্ধ করেছিল।

প্রথম স্ত্রীর মৃত্যুর পর মুগ্ধার সঙ্গে ডেটিংয়ে কেন অপরাধবোধে ভুগতেন রাহুল?
মুগ্ধা এবং রাহুল।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 12:31 PM

রাহুল দেব এবং মুগ্ধা গডসে। গত আট বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন এই জুটি। কিন্তু ২০১৩-এ মুগ্ধার সঙ্গে প্রথম ডেটিংয়ের সময় নাকি অপরাধবোধে ভুগতেন রাহুল। সদ্য এক সাক্ষাৎকারে সে সব দিনের কথা স্বীকার করেছেন রাহুল।

রাহুলের প্রথম স্ত্রী রীনা দেব মারা যান ২০০৯-এ। তাঁদের এক পুত্র সন্তান রয়েছেন, সিদ্ধার্থ। রাহুলের কথায়, “আমি জীবনে কখনও লুকিয়ে কিছু করিনি। কাছের মানুষদের থেকে লুকবো কেন? শুধু মনে হত, মুগ্ধার সঙ্গে সম্পর্কটা ছেলেকে জানাব কী ভাবে। তারপর ও যখন জানল, আর কোনও সমস্যা হয়নি। আসলে যে কোনও মানুষের প্রথম সম্পর্কটা ভাল হলে, পরের সম্পর্কের ক্ষেত্রে অপরাধবোধ বা দ্বিধাবোধ থাকতে পারে। আমি যেন কোনও ভুল করে না ফেলি, সে চেষ্টা করতাম। মুগ্ধার বয়সও অনেক কম ছিল। আর পরিবারের অন্যান্যরা কী বলবেন, সেটাও ভাবতে হয়েছিল।” প্রসঙ্গত, রাহুলের থেকে ১৪ বছরের ছোট মুগ্ধা।

২০০৮-এ ‘ফ্যাশন’ ছবিটির মাধ্যমে ডেবিউ করেন মুগ্ধা। রাহুলের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি জানান, রাহুলের সততা, স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে পারার ক্ষমতা, যত্ন নাকি তাঁকে মুগ্ধ করেছিল। সে কারণেই আট বছর পরেও তাঁদের সম্পর্কে আভ্যন্তরীণ কোনও সমস্যা নেই।

সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, তাঁর এক বন্ধুর বিয়েতে মুগ্ধার সঙ্গে প্রথম দেখা হয়। জয়পুরে সেই বন্ধুর প্রি-ওয়েডিং ফেস্টিভ্যাল থেকে বিয়ে পরবর্তী মজলিশ পর্যন্ত হাজির ছিলেন তাঁরা। সেখানে খুব একটা পরিচিত কেউ ছিলেন না। মুগ্ধার সঙ্গে সেখানেই আলাপ। ওই কয়েকদিনের মধ্যেই তাঁর দিক থেকে নাকি প্রেমের প্রস্তাবও চলে গিয়েছিল। প্রাথমিক ভাবে সেই প্রস্তাবে খুশি হননি মুগ্ধা। এমনকি রাহুলের প্রতি নাকি নেগেটিভ মনোভাবও তৈরি হয়েছিল তাঁর!

ধীরে ধীরে রাহুলকে নাকি বুঝতে শুরু করেন মুগ্ধা। তাঁদের বন্ধুত্ব বাড়ে। তারপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। গত সাত বছর ধরে সফল দাম্পত্য সম্পর্কের মূলে সেই বন্ধুত্বই!

আরও পড়ুন, বাবার সঙ্গে নতুন করে আলাপ করালেন ঋতাভরী, শেয়ার করলেন ছবি