বম্বে আদালতে পিটিশন খারিজ, আপাতত জেলেই থাকছেন রাজ

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 07, 2021 | 7:46 PM

Raj Kundra to stay in jail: গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। পর্নোগ্রাফি তৈরি করে একটি অ্যাপের সাহায্যে তা প্রকাশ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

বম্বে আদালতে পিটিশন খারিজ, আপাতত জেলেই থাকছেন রাজ
রাজ কুন্দ্রা।

Follow Us

পর্ন মামলায় রাজ কুন্দ্রা এবং রায়ানের পিটিশন খারিজ করল বম্বে আদালত। আপাতত জেলেই থাকতে হবে রাজকে। রাজ ভারতীয় নন, ব্রিটিশ নাগরিক। সে কারণে পর্ন তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাঁর গ্রেফতারির কারণ অবৈধ এই মর্মে বম্বে আদালতে পিটিশন ফাইল করেন। এই মামলায় শনিবার সকালে দুপক্ষের সওয়াল জবাব শুনে রাজের দায়ের করা পিটিশন খারিজ করে বম্বে আদালত।

গতকাল অর্থাৎ শুক্রবার রাজ কুন্দ্রা গ্রেফতারি মামলায় মডেল তথা অভিনেত্রী শার্লিন চোপড়াকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সম্পত্তি বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, গতকাল নির্দিষ্ট সময়ে বিভাগীয় অফিসে পৌঁছন শার্লিন। এই মামলাতেই গত বুধবার আর্মসপ্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেডের প্রধান সৌরভ কুশওয়াহাকে ডেকে পাঠায় মুম্বই পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খোলেননি শার্লিন।

সূত্রের খবর, ২০২১-এর এপ্রিলে রাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন শার্লিন। লিখিত অভিযোগে শার্লিন জানান, ২০১৯-এর শুরুর দিকে নিজের বিজনেস ম্যানেজারের মাধ্যমে আলোচনার প্রস্তাব দেন। ২৭ মার্চ, ২০১৯ রাজের সঙ্গে শার্লিন ব্যবসা সংক্রান্ত মিটিং করেন। এরপর টেক্সট মেসেজে তাঁদের মধ্যে বাদানুবাদ হয়। তার জেরে রাজ তাঁর বাড়ি চলে গিয়েছিলেন বলে অভিযোগ করেন শার্লিন। সে সময় শার্লিনের বাড়িতেই রাজ নাকি হঠাৎই তাঁকে চুম্বন করতে শুরু করেন। কিন্তু শার্লিন বাধা দেন বলে জানিয়েছেন।

রাজ কুন্দ্রা গ্রেফতারির ঘটনায় তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শিল্পা শেট্টিকে ইতিমধ্যেই একবার জিজ্ঞাসাবাদ করেছেন মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার অফিসাররা। শোনা যাচ্ছে, শিল্পাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। পর্নোগ্রাফি তৈরি করে একটি অ্যাপের সাহায্যে তা প্রকাশ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও টাকা পয়সার লেনদেনের উপর কড়া নজর রাখছে।

আরও পড়ুন, ৬০ বছর বয়সে কাস্টিং কাউচ! কী বললেন নীনা গুপ্তা?

আরও পড়ুন, ‘ভাল মা’ হয়ে ওঠার দাবি ও ইচ্ছেয় নারীর ‘আমি’ কতটা? সেলেব-মা থেকে বিশেষজ্ঞরা যা বললেন…

আরও পড়ুন, কালিকাদাকে সামনে রেখেই কাজ করছি’, ‘দোহার’-এর জন্মদিনে বললেন রাজীব

Next Article