Ranbir Kapoor Trolled: ‘পুষ্পা না কেজিএফ!’ অ্যানিমেল পোস্টার সামনে আসতেই চরম ট্রোল্ড রণবীর
Ranbir Kapoor: চলতি বছর শামশেরা ছবি ফ্লপ, ব্রহ্মাস্ত্র ছবি হিট হলেও তার দায় একা রণবীর কাপুরের নয়। এবার কটাক্ষের মুখে অ্যানিমেল।
২০২২ সাল বছরভর খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে দক্ষিণী সিনে দুনিয়া। একের পর এক ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে দেখা গিয়েছে বারে বারে। সে আরআরআর হোক বা কেজিএফ ২। বারে বারে দক্ষিণী বনাম বলিউডের তুল্যমুল্যবিচারও হতে দেখা গিয়েছে। তবে সেক্ষেত্রেও দক্ষিণেই ঝুঁকেছে সিনেপাড়ার ভক্তমহল। তাই নতুন বছরে নতুন উদ্যমে পথচলা শুরু করার পরিকল্পনা ছিল বলিউডের। সেই মর্মেই মুক্তি পায় রণবীর কাপুরের আগামী ছবি অ্যানিমেলের লুক। তা সামনে আসা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় নেট পাড়ায়। তবে প্রশংসা হাতেগোনা মাত্র। বদলে যা মিলল তা হল চরম ট্রোল। দক্ষিণকে টুকে পাশ, রণবীরের পোস্ট থেকে লুক দেখে এমনই মন্তব্য নেটপাড়ার।
হাতের নিচে রক্তমাখা কুড়ুল দেখে সকলেই এই লুকের সঙ্গে পুষ্পার আল্লু অর্জুনের লুকের সঙ্গে তুলনা করলেন। কেউ কেউ আবার সিগারেট ধরানোর কায়দা দেখে বলে উঠলেন কেজিএফ-এর যশের লুক। সব মিলিয়ে ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ছবি ঘিরে চর্চা তুঙ্গে। আরও একটা শামশেরা হতে চলেছে? কারও কথায় আবার দক্ষিণের বাজার দেখেই বলিউড এবার টুকলি করতে ব্যস্ত।
View this post on Instagram
ফলে বছরের শুরুটাও খুব একটা ভাল হল না বলিউডের জন্য। চলতি বছর শামশেরা ছবি ফ্লপ, ব্রহ্মাস্ত্র ছবি হিট হলেও তার দায় একা রণবীর কাপুরের নয়। অন্যদিকে ছবি ঘিরে ছড়িয়ে পড়া নানা চর্চাকে কেন্দ্র করে এখন সিনেপাড়ায় নতুন খবর, রণবীর কাপুরের ঝুলিতে একাধিক ছবি। তবে বক্স অফিসকে কতটা সক্ষম কাপুর সন তা এখন প্রশ্নের মুখে। ছবির পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই একটাি রব সকলের সামনে উঠে আসতে দেখা যায়। আর তা হল দক্ষিণের পথে হেঁটে সাফল্যর আশা করা ভুল। যদিও অন্যশ্রেণী রণবীরের ছকভাঙা লুক দেখে বাহবা করছেন।