Ranbir Kapoor: জামা সরিয়ে দেখালেন রণবীর, কার নামে ট্যাটু করিয়েছেন কাপুর-সন
Bollywood Gossip: আলিয়া ভাটের ক্ষেত্রেও বিষয়টা ঠিক একই। তিনিও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ঘুম থেকে উঠে কিছুটা সময় যদিও তিনি রাহার সঙ্গে কাটাতে না পারেন, তবে তাঁর দিনটাই অন্যস্বাদের হয়। আলিয়ার কথায়, রাহার সঙ্গে তিনি অনেকটা সময় কথা বলে থাকেন।
রণবীর কাপুর, প্রথম থেকেই যাঁর প্রতিটা পদক্ষেপে সকলের নজর। কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, কার সঙ্গে বিবাদ, কার সঙ্গে বাড়ছে দূরত্ব, সবটা নিয়েই চর্চা সর্বদাই থাকে তুঙ্গে। এবার নজরে তাঁর শরীরে যুক্ত হওয়া নয়া ট্যাটু। রণবীর কাপুরের শরীরে সেভাবে কোনও ট্যাটু ছিল না। কিন্তু এবার একজনের নাম তিনি শরীরে খোদাই করলেন। কে সে জানেন? রণবীর কাপুরের চোখের মণি, ছোট্ট কন্যা রাহা। রাহাকে নিয়ে এখন সবসময় ব্যস্ত থাকেন রণবীর কাপুর। কাজের ব্যস্ততার মাঝেও তিনি খোঁজ নিতে থাকেন ছোট্ট রাজকন্যার। রাহা কাপুর এখন গোটা পরিবারের প্রিয়। আলিয়া ভাটও দিনের বেশিরভাগ সময়টাই রাহাকে দিতে চান। কাজ শেষ হলেই চেষ্টা করেন দ্রুত রাহার কাছে ফিরে আসতে। রণবীর কাপুরের কথায় তিনি দিনের বেশ কিছুটা সময় কেবল রাহার সঙ্গে একান্তে কাটাতেই বেশি পছন্দ করেন।
আলিয়া ভাটের ক্ষেত্রেও বিষয়টা ঠিক একই। তিনিও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ঘুম থেকে উঠে কিছুটা সময় যদিও তিনি রাহার সঙ্গে কাটাতে না পারেন, তবে তাঁর দিনটাই অন্যস্বাদের হয়। আলিয়ার কথায়, রাহার সঙ্গে তিনি অনেকটা সময় কথা বলে থাকেন। রাহাকে নিজের জীবনের প্রতিটা সিক্রেট বলে থাকেন আলিয়া। এবার রণবীর সেই মেয়ের নামেই শরীরে করলেন ট্যাটু। কাঁধের কাছে জামা সরিয়ে দেখিয়ে দিলেন সেখানে রাহার নাম লেখা। রণবীরের এই ভিডিয়ো দেখা মাত্রই সকলের নজর গেল রণবীরের প্রতি আটকে। রণবীর কাপুর সম্প্রতি করিয়েছেন এই ট্যাটু। তিনি প্রথম থেকেই মেয়েকে নিয়ে বেশ সচেতন। মাঝে মধ্যেই আক্ষেপ করতে শোনা যায়, রাহা নাকি বেশ কিছুদিন পর পর রণবীরকে তাঁর লুক পরিবর্তনের জন্য চিনতেই পারে না।
Ranbir Kapoor got a tattoo of Raha’s name on his shoulder ❤️ #UnstoppableWithNBKpic.twitter.com/SvJjJ0PO48
— RKᴬ (@seeuatthemovie) November 24, 2023