AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranveer-Deepika: বিচ্ছেদের জল্পনার মাঝেই ভাইরাল রণবীরের পোস্ট, নিন্দুকদের মুখে কুলুপ

Divorce Gossip: একে অপরের সঙ্গে ইদানিং খুব একটা প্রকাশ্যে আসেন না তাঁরা। তবে কি গোপনে বাড়ছে বিচ্ছেদের জল্পনা! এমনই নানা প্রশ্ন যখন বলিউডের বিভিন্ন সূত্রে উঠে আসছে তখনই এই খবরকে মিথ্যে প্রমাণিত করলেন রণবীর সিং।

Ranveer-Deepika: বিচ্ছেদের জল্পনার মাঝেই ভাইরাল রণবীরের পোস্ট, নিন্দুকদের মুখে কুলুপ
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 3:15 PM
Share

বেশ কয়েকদিন ধরে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মধ্যে বিবাহ বিচ্ছেদের খবর তুঙ্গে। একের পর এক জল্পনা উঠে এসেছে এই জুটিকে ঘিরে। জন্মদিনে নেই কোনও পোস্ট, রণবীরের সঙ্গে দীপিকার তেমন কোনও ছবিও শেয়ার করলেন না কেন দীপিকা? এমনই নানা প্রশ্নের জর্জরিত অভিনেত্রী। এ বিষয়ে প্রথম থেকেই দীপিকা ও রণবীর মুখে এটেছেন কুলুপ। দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক, টানা ২ বছর প্রেমের পর সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। বলিউডে এই এনার্জেটিক জুটিকে এক কথায় লাভ বার্ড বলে থাকেন সকলে। তবে কোথায় গেল তাঁদের মধ্যে সেই সম্পর্কে সমীকরণ।

একে অপরের সঙ্গে ইদানিং খুব একটা প্রকাশ্যে আসেন না তাঁরা। তবে কি গোপনে বাড়ছে বিচ্ছেদের জল্পনা! এমনই নানা প্রশ্ন যখন বলিউডের বিভিন্ন সূত্রে উঠে আসছে তখনই এই খবরকে মিথ্যে প্রমাণিত করলেন রণবীর সিং। সদ্য গিয়েছে তাঁর জন্মদিন। প্রতিটি ভক্ত থেকে সেলিব্রিটি এই দিন শুভেচ্ছা ভরিয়ে দিয়েছিলেন অভিনেতাকে। তারই পাল্টা ধন্যবাদ জানাতে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন রণবীর সিং। না, তবে একা নন, সাদাকালো ফ্রেমে দীপিকার সঙ্গে সেলফি তুললেন তিনি। সমুদ্র মাঝে খোস মেজাজে জুটি।

বহুদিন পর জুটিকে পাশাপাশি দেখে নিন্দুকদের মুখে কুলুপ। একটা ছবি দিয়ে সকলের মুখ বন্ধ করে দিলেন রণবীর সিং। প্রমাণ করে দিলেন তাঁদের মধ্যে সম্পর্কের মাধুর্যতা প্রথমে যেমন ছিল আজও ঠিক ততটাই রয়েছে। বর্তমানে রণবীর সিং ব্যস্ত তাঁর আগামী ছবি রকি ওর রানী কি প্রেম কাহিনি প্রচারে। গালি বয় ছবির পর আবারও আলিয়া ভাটের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ইতিমধ্যেই সর্বত্র ভাইরাল হয়েছে ছবি ট্রেলার। এখন দেখার এই ছবি বক্স অফিসে কতটা লক্ষ্মী লাভ করতে পারে।