কোনও সাহায্যের জন্য ‘ডিরেক্ট মেসেজ’ করতে পারেন রিয়া চক্রবর্তীকে

সুশান্তের আকস্মিক মৃত্যুঘটনা অর্থাৎ গত বছর জুন মাসের পর থেকে সোশ্যাল মিডিয়া থকে বেশ দূরে দূরে থেকেছেন রিয়া চক্রবর্তী।

কোনও সাহায্যের জন্য 'ডিরেক্ট মেসেজ' করতে পারেন রিয়া চক্রবর্তীকে
এমটিভি হোয়াটস অ্যাপ, গন ইন ৬০ সেকেন্ডস, টিক-ট্যাক কলেজ বিট সহ নানা জনপ্রিয় শো সঞ্চালনা করেছেন তিনি। একসঙ্গে কাজ করেছেন ওই চ্যানেলের আর এক ভিডিয়ো জকি বাণীর সঙ্গেও।
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 6:20 PM

কোভিডের দ্বিতীয় ঢেউ আঁছড়ে পড়েছে। প্রতিদিন লাফে লাফে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমত পরিস্থিতিতে মানুষ খুঁজছে আশ্রয়, নিশ্চিন্তি, সাহায্য। এমন সব মানুষের পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তাঁদের সহায়তা করার জন্য প্রস্তাবও জানালেন তাঁর ইনস্টা স্টোরিতে। হাসপাতালের বেড, অক্সিজেন সিলিন্ডার এবং জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতি—সোশ্যাল মিডিয়া রোগীদের এমন ধরণের বহু সাহায্য প্রশস্ত করতে তাঁদের সঙ্গে যোগস্তাপন করছেন বলি তারকাদের একাংশ। সে পথেই হাঁটলেন রিয়া।

আরও পড়ুন ১৮০ কোটি বাজেটের ছবি থেকে মুখ ফিরিয়ে নিলেন অজয় দেবগণ!

ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়া লেখেন, ‘কঠিন সময় ঐক্যতার আহ্বান জানায়, আপনি যেভাবে পারেন সকলকে সাহায্য করুন…সাহায্য সাহায্যই হয় তা ছোট কিংবা বড়… আমি যদি কোনওভাবে সাহায্যে আসতে পারি তাহলে আমাকে ডিরেক্ট মেসেজ করুন..আমি সর্বোচ্চ চেষ্টা করব…নিজের খেয়াল রাখুন, সদয় হন… ভালবাসা এবং শক্তি রইল”

রিয়ার বার্তা।

সুশান্তের আকস্মিক মৃত্যুঘটনা অর্থাৎ গত বছর জুন মাসের পর থেকে সোশ্যাল মিডিয়া থকে বেশ দূরে দূরে থেকেছেন রিয়া চক্রবর্তী। সুশান্তকাণ্ডের পর নিজেকে পুরোপুরি গৃহবন্দী করে ফেলা রিয়া অবশেষে বাইরে বেরচ্ছেন একটু একটু করে। দিন কয়েক আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ‘সঞ্চয়িতা’হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন রিয়া। উৎসুক নেটিজেন প্রশ্ন তুলেছিলেন, রিয়া বাংলা পড়তে জানেন কিনা…রিয়ায় যদিও উত্তর দেননি।

গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন নেটিজেনদের একাংশের কাঠগড়ায় রাতারাতি ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন রিয়া। যদিও সে সব এখন অতীত। ক্রমশ স্বাভাবিকতায় ফিরতে শুরু করেছেন রিয়া চক্রবর্তী। মিশতে শুরু করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গেও।