AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৮০ কোটি বাজেটের ছবি থেকে মুখ ফিরিয়ে নিলেন অজয় দেবগণ!

‘রুদ্র’-র সঙ্গে অজয়ের ডিজিটাল আত্মপ্রকাশ করছেন। তা ছাড়াও তাঁর পাইপলাইনে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘ময়দান’, ‘থ্যাঙ্ক গড’, ‘আরআরআর’এর মতো ফিল্ম রয়েছে।

১৮০ কোটি বাজেটের ছবি থেকে মুখ ফিরিয়ে নিলেন অজয় দেবগণ!
অজয় দেবগণ।
| Updated on: Apr 23, 2021 | 5:30 PM
Share

বলিউডের পাওয়ারহাউর পারফর্মার তিনি। শুধু অভিনয়ে নন, একজন প্রযোজক কিংবা একজন পরিচালক হিসেবেও তিনি নজর কেড়েছেন। রোম্যাান্টিক হিরো থেকে কমেডি কিংবা মারকাটারি দৃশ্যেও তিনি স্বভাবসিদ্ধ অভিনয়ে দর্শকদের হাততালি কুড়িয়েছেন অজয় দেবগণ।

শোনা যাচ্ছিল, আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মস প্রযোজিত বড় বাজেট সুপারহিরো ছবিতে দেখা যাবে তাঁকে। তবে সে শোনা কথা আর সত্যি হল কই। না, ব্যয়বহুল এই ছবিতে কাজ করছেন না অজয়।

সূত্রের খবর ছিল অজয় মৌখিকভাবে পরিচালক শিব রাওয়ালের সুপারহিরো ছবিতে অভিনয়ের সম্মতি জানিয়েছেন। ১৮০ কোটির বাজেটের ছবিটিতাঁর জীবনের সবচেয়ে বড় মাইলস্টোন হতে পারত। ছবিতে ছিলেন অনন্যা পান্ডের, ভাই আহান পান্ডে ছবির মাধ্যমে বলিউডে পদার্পন করছেন।

কিন্তু ভক্তকূলকে আশাহত করে ছবি থেকে সরে আসছেন অজয়। হ্যাঁ, অজয় ছবিটি প্রত্যাখ্যান করেছেন যা তাঁর কেরিয়ারের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র হতে পারত। ‘গোলমাল’ অভিনেতা ফিল্ম থেকে বেরিয়ে যাওয়ার কারণ উল্লেখ করে এক সূত্র জানিয়েছে, “অজয় ছবি সংক্রান্ত কোনও সাক্ষর করেননি। ছবিতে তাঁর একটি শক্তিশালী চরিত্র ছিল। তবে এখন, মনে হচ্ছে এই প্রোজেক্টের জন্য তাঁর কাছে তারিখ নেই। আহান বেশ কয়েক বছর ধরে অপেক্ষা করে রয়েছে, এবং সে কারণে আদি (প্রযোজক) ফিল্মটিকে আর পিছতে চান না। তাঁরা দুই সুপারস্টারকে নিয়েই এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল তবে এই মুহূর্তে এটি অসম্ভব বলে মনে হচ্ছে।”

সূত্রের আরও খবর, “এই বছরের প্রায় শেষ অবধি অজয়ের হাতে ফাঁকা কোনও ডেট নেই। এবং মনে হয় অজয় আর শিব রাওয়াল পরিচালিত পরিচালিত করতে পারবেন না।”

‘রুদ্র’-র সঙ্গে অজয়ের ডিজিটাল আত্মপ্রকাশ করছেন। তা ছাড়াও তাঁর পাইপলাইনে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘ময়দান’, ‘থ্যাঙ্ক গড’, ‘আরআরআর’এর মতো ফিল্ম রয়েছে।