‘বৌমাকে নষ্ট করে দেবে মা…’, মুখ খুললেন নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা

সব কিছু ঠিক থাকলে এই এত আদর, এত ভালবাসার একমাত্র ভাগীদার হতে চলেছেন আলিয়া ভাট। নীতু পুত্র রণবীরের সঙ্গে বিগত বেশ কিছু বছর ধরে সম্পর্কে রয়েছেন তিনি। দুই বাড়িতেই অবাধ যাতায়াত।

'বৌমাকে নষ্ট করে দেবে মা...', মুখ খুললেন নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা
মুখ খুললেন নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 3:13 PM

কেমন শাশুড়ি হবেন নীতু কাপুর? কড়া, নাকি মিশবেন বন্ধুর মতো? মুখ খুললেন মেয়ে ঋদ্ধিমা কাপুর। সাফ জানালেন, কেমন শাশুড়ি হতে চলেছেন তাঁর মা…

তাঁর কথায়, “অসাধারণ শাশুড়ি হবে আমার মা। একদম চিল্ড আউট। বৌমাকে সব কিছু দেবে কিন্তু পরিবর্তে কিচ্ছু আশা করবে না। জোর করে ছেলে-বউয়ের মাঝে ঢুকে পড়বে না। তাঁর স্পেসকে সম্মান করে। তাই ছেলে-বৌমাকে যথাযথ স্পেস দেবে সে।”

তবে ঋদ্ধিমা জানাচ্ছেন মা নাকি ছেলের বউকে ‘নষ্ট’ করে দিতে পারেন? কীভাবে ? প্রবাদেই তো আছে, ‘আদরে বাঁদর’। ঋদ্ধিমার কথায়, “মা তাঁর বৌমাকে একদম নষ্ট করে দেবে। এত ভালবাসবে, সম্মান করবে, দেখাশোনা করবে… অথচ স্বামী-স্ত্রীর মধ্যে ঢুকবে না কখনওই। ছোট করে বলতে গেলে বৌমাকে একেবারে রানির মতো করে রাখবে মা।”

সব কিছু ঠিক থাকলে এই এত আদর, এত ভালবাসার একমাত্র ভাগীদার হতে চলেছেন আলিয়া ভাট। নীতু পুত্র রণবীরের সঙ্গে বিগত বেশ কিছু বছর ধরে সম্পর্কে রয়েছেন তিনি। দুই বাড়িতেই অবাধ যাতায়াত। করোনা না থাকলে হয়তো গত বছরই বিয়েটাও সেরে ফেলতেন তাঁরা। নীতুর জন্মদিনের পার্টি হোক অথবা কাপুর পরিবারের স্পেশ্যাল ইভেন্ট– আলিয়া হাজির থাকেনই। ননদ থেকে শাশুড়ি, করিনা থেকে করিশ্মা…এঁদের সবার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ মধুর। ওদিকে নীতু কাপুরকে শ্রেষ্ঠ শাশুড়ির সার্টিফিকেট দিয়েই রেখেছেন মেয়ে ঋদ্ধিমা। নেটিজেনরা বলছে আলিয়ার নাকি ভাগ্য ভাল। আলিয়া, আপনি শুনছেন?

আরও পড়ুন- নাবালিকা ধর্ষণকাণ্ডে জামিনের পর প্রথম বার জনসমক্ষে পার্ল, গেলেন অনাথ আশ্রমে