Kareena-Saif-Taimur: এই দুই ব্যক্তির সঙ্গে জমিয়ে প্রেম দিবস কাটাচ্ছেন করিনা

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তাঁদের সঙ্গে রসিকতাও করেছেন করিনা।

Kareena-Saif-Taimur: এই দুই ব্যক্তির সঙ্গে জমিয়ে প্রেম দিবস কাটাচ্ছেন করিনা
সইফের কোলে তৈমুর।

| Edited By: Sneha Sengupta

Feb 14, 2022 | 8:49 PM

দু’জন প্রিয় মানুষের সঙ্গে প্রেম দিবস কাটাচ্ছেন করিনা কাপুর খান। সেই দুই ব্যক্তি আর কেউ নন, সইফ আলি খান ও তৈমুর। সঙ্গে সঙ্গী আইসক্রিম। ছবি শেয়ার করেছেন করিনা নিজে। তৈমুরকে একটি বিশেষ ব্ল্যান্ডের আইসক্রিম খেতে দেখা যায় ছবিতে। সেই আইসক্রিমের নাম অভিনেতা অর্জুন কাপুর জানিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে। ছবিতে তৈমুরের সঙ্গে সইফ অদ্ভুত মুখভঙ্গি করেছেন। ছবিতে নেই করিনা-সইফের পুত্র জেহ। কেননা, আইসক্রিম খাওয়ার জন্য এখনও সে যথেষ্ট বড় নয়। ক্যাপশনে করিনা লিখেছেন, “আজ কি ভ্যালেন্টাইনস ডে? ও তা হলে এটা আইসক্রিম…”

নিজের সোশ্যাল মিডিয়ায় পরিবার ও প্রিয়জনের ছবি প্রায়সই পোস্ট করেন করিনা। সম্প্রতি তাঁরই শেয়ার করা একটি ছবিতে দেখা যায় সইফ-তৈমুরকেই। সকালের একটি ছবি শেয়ার করেছেন করিনা। বলেছেন, এটাই আমাদের বাড়ি সকালের দৃশ্য। বিছানায় বসে ছিলেন সইফ, করছিলেন ব্রেকফাস্ট। ড্রাইং খাতা নিয়ে তাতে ছবি আঁকছিলেন  তৈমুর। সইফ জিজ্ঞেস করেছিলেন, “বেবো তুমি কি ইনস্টাগ্রামের জন্য আরও একটা ছবি তুলছ?” ‘মাই বয়েজ়’, বলেছিলেন করিনা। এভাবেই পতৌদি পরিবারে অন্দরের হাল হকিকতের ছবি পোস্ট করেন করিনা।

২০২১ সালে তাঁদের দ্বিতীয় পুত্রকে স্বাগত জানিয়েছিলেন সৈইফ-কারিনা। বিবৃতিতে সইফ বলেছিলেন, “আমাদের পুত্র সন্তান হয়েছে। মা ও সন্তান দু’জনেই ভাল আছে। আপনাদের ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই।”

২০১২ সালে করিনাকে বিয়ে করেছিলেন সইফ। একে-অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। তৈমুরের জন্ম হয় ২০১৬ সালে।

আরও পড়ুন: Love Hostel: বাড়ির অমতে বিয়ে করে বিপদে পড়েছেন বিক্রান্ত মাসি!

আরও পড়ুন:Mandira-Raj-Valentine’s Day: প্রেম দিবসেই বিয়ে, ২৩ বছরের বিবাহবার্ষিকীতে স্বামী রাজের জন্য কী করলেন মন্দিরা?

আরও পড়ুন:Valentine’s Day: একতরফা প্রেম কি শুধুই মনখারাপ ডেকে আনে? নাকি তা জোরও দেয় মানসিকভাবে?