salman Khan Viral Video: মহিলা সাংবাদিককে জাপটে ধরে…, এ কী করলেন সলমন
Salman Khan: ছবির প্রচার পর্ব ইতি। এবার সমন খানকে দেখা গেল গোয়া ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হতে। সেখানে রেড কার্পেটে সলমন খানকে দেখা মাত্রই পাপারাৎজি থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরা এগিয়ে এলেন। তবে সলমন খান একজনকে দেখে নিজেই এগিয়ে এলেন।
বেশ কিছুদিন ধরেই এখন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন সলমন খান। কখনও সামনে উঠে আসছে তাঁর ছবির বক্স অফিসের খবর, কখনও আবার সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিচ্ছে তিনি। কারণ একটাই, তিনি এখন ব্যস্ত রয়েছেন তাঁর ছবি টাইগার থ্রি নিয়ে। এই ছবি বিভিন্ন মহলে প্রশংসিত। যদিও বক্স অফিস বিশ্বকাপ মরসুমে খানিকটা ঝিমিয়ে পড়তে দেখা যায়। ছবি এখনও পর্যন্ত ৪০০ কোটি ঘরে তুলেছে বিশ্বজুড়ে। আর ভারতের বুকে তা ২৫০ কোটির দরজায়। তবে সলমন খান ও ক্যাটরিনা কাইফের জুটির এই ছবি এখন চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে কেবলই তাঁদের অ্যাকশন প্যাকে। ছবির পরতে পরতে তাঁদের অ্যাকশন দর্শক মনে জায়গা করে নিয়েছে। পর্দার জোয়া ও টাইগার এখন তাই বক্স অফিসের লক্ষ্মী।
ছবির প্রচার পর্ব ইতি। এবার সমন খানকে দেখা গেল গোয়া ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হতে। সেখানে রেড কার্পেটে সলমন খানকে দেখা মাত্রই পাপারাৎজি থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরা এগিয়ে এলেন। তবে সলমন খান একজনকে দেখে নিজেই এগিয়ে এলেন। ইনি একজন প্রবীণ সাংবাদিক। তাঁকে কাছে টেনে আদর করলেন ভাইজান। দেখে মুগ্ধ সকলেই। তাঁর সঙ্গে সলমন খানের পরিচিতি বহুদিনের। তাই ভিড়ের মধ্যেই তাঁকে চিনে ফেললেন ভাইজান। মজা করে চুমুও খেতে গেলেন তিনি। সাংবাদিকের সঙ্গে সলমন খানের এই খুনসুটির ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল। যা দেখা মাত্রই সলমন খানের প্রশংসা পঞ্চমুখ একশ্রেণি।
View this post on Instagram