AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sara Ali Khan: পেটে চর্বি, ‘অস্বস্তিকর ছবি’, ফেস্টিভ মরসুমে নিজের এ কী হাল করলেন সারা?

sara Ali Khan: সারা আলি খানের এই অবস্থা হওয়ার কথা ছিল না। তবে পেটের চর্বি টিপে নিজেই করলেন ছবি পোস্ট। তাঁর বেলিফ্যাট দেখে অবাক হলেন অনেকেই। তবে সারা যে সেই অবস্থায় বিন্দুমাত্র ঘবরে না গিয়ে সামলে নিয়েছেন, সে খবরও নিজেই দিলেন। না, দীর্ঘ মেয়াদি কোনও পরিকল্পনা নয়।

Sara Ali Khan: পেটে চর্বি, 'অস্বস্তিকর ছবি', ফেস্টিভ মরসুমে নিজের এ কী হাল করলেন সারা?
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 1:28 PM
Share

সারা আলি খান, যাঁর বোল্ড লুকে প্রতিটা মুহূর্তে মন দিচ্ছেন ভক্তরা। যদিও একটা সময় যে তিনি বেশ মেদবহুল ছিলেন, তা তাঁর ভক্তদের অজানা নয়। তাঁর শৈশবের ছবি সর্বত্রই ভাইরাল হয়েছে একাধিকবার। সারা আলি খান যদিও এই প্রসঙ্গে খিব একটা রাখঢাক কোনওদিন করেননি। প্রথম থেকেই নিজের চেহারা, শরীর, লুক নিয়ে তিনি বেশ খোলামেলা। তবে এবার আর শৈশবের ছবিতে ফিরে যাওয়া নয়। সারার বর্তমানে এই অবস্থা দেখে সকলেই অবাক হয়ে গেলে। স্লিম লুকের অভিনেত্রী, নিত্য করে শরীরচর্চা, পাশাপাশি ডায়েট মেনে চলেন তিনি। সারা আলি খানের এই অবস্থা হওয়ার কথা ছিল না। তবে পেটের চর্বি টিপে নিজেই করলেন ছবি পোস্ট। তাঁর বেলিফ্যাট দেখে অবাক হলেন অনেকেই। তবে সারা যে সেই অবস্থায় বিন্দুমাত্র ঘবরে না গিয়ে সামলে নিয়েছেন, সে খবরও নিজেই দিলেন। না, দীর্ঘ মেয়াদি কোনও পরিকল্পনা নয়।

বরং সারা আলি খান মাত্র দুই সপ্তাহে আবারও ফিরে পেলেন তাঁর সিক্স প্যাক। সারা মাত্র দুই সপ্তাহে এই বদল দেখে সকলেই এক প্রকার অবাক। তিনি নিজেও জানালেন তিনি গর্বিত। সম্প্রতি মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছে তাঁকে। সেখানেই সারাকে এই লুকে দেখা গেল। সারা আলি খানের তার ঠিক দুই সপ্তাহ আগে কী অবস্থা ছিল তা এবার সকলের সামনে আনলেন অভিনেত্রী। ছবি পোস্ট করে তিনি লিখলেন, সত্যি খুব অস্বস্তিতে ভুগছি এই ছবি আপলোড করে। তবে সত্যি আমি গর্বিত। আমি মাত্র দুই সপ্তাহেই এটা করতে পেরেছি। ওজন কমান সব সময় আমার কাছে এক লড়াই। ডাক্তারদের ধন্যবাদ। বাই বাই হলিডে ক্যালোরিজ়। সাধারণত এই সময়টা অনেকেই বাঁধা ধরা নিয়ম, ডায়েটের বাইরে গিয়ে ছুটি উপভোগ করলেন। আর তাতেই বিপত্তি।