Shahrukh Khan Birthday: জন্মদিন পালনের কোনও ইচ্ছেই নেই শাহরুখের, পরিবারকে নিয়ে ছাড়লেন মুম্বই
শহরের কোলাহল থেকে দূরে নিজের ফার্ম হাউজ়ে নিরিবিলিতে সময় কাটাচ্ছেন কিং খান। কারও সঙ্গে ফোনেও কথা বলছেন না তিনি।
ইন্ডাস্ট্রির বন্ধুরা যতই ভাল-ভাল কথা লিখে তাঁর জন্মদিন ভাল করার চেষ্টা করুন না কেন, একটা বড়সড় ঝড় এখনও সামলে চলেছেন শাহরুখ খান। ছেলে আরিয়ান গ্রেফতার হয়েছে মাদক-কাণ্ডে। অনেক চেষ্টা করে তাঁর জামিনের ব্যবস্থা করেছেন শাহরুখ। তাঁর তিলতিল করে গড়ে তোলা ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে। এসব সামাল দিতে-দিতে খুবই ক্লান্ত হয়ে পড়েছেন শাহরুখ। তাই জন্মদিন তেমনভাবে আর এবছর পালন করছেন না কিং খান।
দীপাবলির কাছাকাছি সময়ে জন্মেছেন শাহরুখ। ২ নভেম্বর তাঁর জন্মদিন। তাই খান পরিবারের কাছে সময়টা দ্বিগুণ আনন্দের। কিন্তু ছেলের গ্রেফতারির ঘটনা যেন সব আনন্দ মাটি করে দিয়েছে মহা তারকার। তাঁর সাধের অট্টালিকা ‘মন্নত’-এ নেই আগের মতো জৌলুস। এত আলোর মাঝে নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে অতবড় বাড়িটা।
ছেলে আরিয়ানশহরের কোলাহল থেকে দূরে নিজের ফার্ম হাউজ়ে নিরিবিলিতে সময় কাটাচ্ছেন কিং খান। কম ধকল তো গেল না। জেল থেকে ফেরার পর পরিবার নিয়ে মুম্বই ছেড়েছেন শাহরুখ। তিনি গিয়ে উঠেছেন আলিবাগের শহরতলীতে।
শাহরুখের এক কাছের বন্ধু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “নিজের জন্মদিন পালন করার মতো মানসিকতা এই মুহূর্তে শাহরুখের নেই। প্রত্যেকবার এই দিনে নিজের প্রিয়জন ও ভক্তদের সঙ্গে দেখা করেন শাহরুখ। সেটা এবার তিনি একেবারেই করতে চাননি। কিছুদিনের জন্য আলিবাগে চলে গিয়েছেন। জামিনের শর্ত অনুযায়ী শুক্রবার আরিয়ানকে মুম্বইয়ে ফিরতেই হবে।”
কিং খানের নাম প্রকাশে অনিচ্ছুক সেই বন্ধু এও জানিয়েছেন, “এই মুহূর্তে কারও সঙ্গে দেখা করতে চান না শাহরুখ। ইন্ডাস্ট্রির প্রত্যেক কাছের বন্ধুকে তিনি বলেছেন এই সময় তিনি ও তাঁর পরিবার খোলায় হাওয়ায় নিঃশ্বাস নিতে চান।”
জন্মদিনে শাহরুখকে অনেকে ফোন করেছিলেন। কিন্তু তিনি কারও সঙ্গে ফোনেও কথা বলেননি।
আরও পড়ুন: Samantha Ruth Prabhu: “আমি পারফেক্ট নই…”, সাম্প্রতিক ইনস্টা স্টোরিতে কেন এমন কথা লিখলেন সামান্থা?
আরও পড়ুন: Salman-Shahrukh: শাহরুখের জন্যই সলমনের ‘ভাই কা বার্থ ডে’ গান; তেমনটাই মনে করছেন দু’জনের ভক্তরা