Suhana Khan: ভারতীয় নয়, নিজেকে নিউ ইয়র্কের বাসিন্দা ভাবেন শাহরুখ কন্যা সুহানা
সোশ্যাল মিডিয়া থেকেই সুহানার জীবনের নানা কথা জানা যায়। তিনি নিজেই সেই বিষয়গুলি তুলে ধরেন নেটিজ়েনদের সামনে। সেখান থেকেই স্পষ্ট হয়েছে, প্রিয় শহর নিউ ইয়র্ক ছাড়ছেন সুহানা।
শাহরুখ খানের তিন সন্তানই বেশ জনপ্রিয়। জ্যেষ্ঠ পুত্র আরিয়ান, কন্যা সুহানা ও কনিষ্ঠ পুত্র আব্রাম। ইদানিং মাদক-কাণ্ডে ফেঁসে চর্চায় ছিলেন আরিয়ান। তিনি ছবি পরিচালক হতে চান। সুহানাও স্পটলাইটে। জ়োয়া আখতারের পরিচালনায় বলি ডেবিউ করতে চলেছেন শাহরুখ কন্যা। ‘আর্চি’ কমিক্স নির্ভর ছবি। ডেবিউয়ের আগেই লাখ লাখ ভক্ত সুহানার। সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ অ্যাকটিভও। সম্প্রতি লেখাপড়া করতে গিয়েছেন নিউ ইয়র্কে। লেখাপড়ার বিষয়ও চমকপ্রদ – ‘সিনেমা’।
সোশ্যাল মিডিয়া থেকেই সুহানার জীবনের নানা কথা জানা যায়। তিনি নিজেই সেই বিষয়গুলি তুলে ধরেন নেটিজ়েনদের সামনে। সেখান থেকেই স্পষ্ট হয়েছে, প্রিয় শহর নিউ ইয়র্ক ছাড়ছেন সুহানা।
View this post on Instagram
একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন সুহানা। একটি আন্ডার-কনস্ট্রাকশন বাড়ির নীচ দিয়ে যাচ্ছে একটি ট্রাক। সেই ট্রাকের গায়ে লেখা, “চিন্তা করবেন না। নিউ ইয়র্ক ছাড়ালেও আমি ‘নিউ ইয়র্কার’ই থাকবেন চিরকাল।” চিত্রটি খুবই মনে ধরেছে সুহানার। সটান পোস্ট করে দিয়েছেন নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেই সঙ্গে এটাও বোঝাতে চেয়েছেন, মনে মনে তিনি নিউ ইয়র্কেরই বাসিন্দা।
এতে চুপ থাকেননি সুহানার বন্ধুরা। তাঁর এক বন্ধু মন্তব্য করেছেন সঙ্গে-সঙ্গে, “দারুণ কিছু করবে তুমি জীবনে।” অন্য এক বন্ধু লিখেছেন, “আমি এটা মানতে পারছি না, যে তুমি চলে যাচ্ছ।” আর একজন বন্ধুর বক্তব্য, “শুভেচ্ছা তোমাকে।” অন্যজন ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শাহরুখ কন্যাকে। বিদায় বেলায় মানুষ একে-অপরকে এরকম কথাই বলে থাকেন, এ আর নতুন কী!
চিরকাল অভিনেত্রী হতে চেয়েছিলেন সুহানা। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “অনেকবারই মনে হয়েছে আমি অভিনেত্রী হব। আমি যখন ছোট ছিলাম, নানা ধরনের অ্যাক্সেন্টে কথা বলতাম। নানা ভাবভঙ্গি করে দেখাতাম। স্কুলে ‘টেম্পেস্ট’ নাটকে মিরান্ডার চরিত্রে অভিনয় করেছিলাম। সে বার আমার অভিনয় দেখে প্রথমে মা-বাবাই বুঝেছিলেন আমি অভিনয় নিয়ে কতখানি সিরিয়াস।”
আরও পড়ুন: Rahul Roy: আমার অসুস্থতায় যাঁরা দেখা করেননি, তাঁদের আর আমার সঙ্গে দেখা করতে হবে না: রাহুল রায়