Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik Aaryan: ছবি মুক্তির দিনেই চরম অঘটন, কার্তিকের কপালে এই লেখা ছিল!

Kartik Aaryan: কার্তিক আরিয়ান-- এই মুহূর্তে বলিপাড়ার হার্টথ্রব। তাঁর নাকি ছব ফ্লপই হয় না। কিন্তু ছবি মুক্তির আগেই এ কী! চরম বিপাকে কার্তিক। আজ অর্থাৎ শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর ছবি 'শেহজাদা'।

Kartik Aaryan: ছবি মুক্তির দিনেই চরম অঘটন, কার্তিকের কপালে এই লেখা ছিল!
কার্তিক আরিয়ান।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 1:42 PM

কার্তিক আরিয়ান– এই মুহূর্তে বলিপাড়ার হার্টথ্রব। তাঁর নাকি ছব ফ্লপই হয় না। কিন্তু ছবি মুক্তির আগেই এ কী! চরম বিপাকে কার্তিক। আজ অর্থাৎ শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর ছবি ‘শেহজাদা’। ছবির প্রচার উপলক্ষে বিগত বেশ কিছু দিন স্নান খাওয়া কার্যত ভুলে ছিলেন অভিনেতা। ছবির প্রচারে উড়ে গিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তে। এমনকি কলকাতাও এসেছিলেন এই কিছু দিন আগেই। ‘পাঠান’ ঝড়ে তাঁর রাজপুত্র হওয়ার বাসনা যাতে ফিকে না হয়ে যায় সে দিকে তিনি ছিলেন তৎপর। কিন্তু ছবি মুক্তির ঠিক আগের দিনেই তামিল রকার্সসহ বিভিন্ন সাইটে ফাঁস হয়ে গেল তাঁদের ছবি এইচডি ভার্সন। শুধু তাই নয়, তা ডাউনলোড করতে গেলে লাগছে না একটা পয়সাও। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন কার্তিকসহ ছবির সঙ্গে যুক্ত বাকিরা। ‘শেহজাদা’ নিয়ে এমনিতেই তাঁরা ছিলেন বেশ টেনশনে, এরই মধ্যে এই ভাবে পাইরেসি হলে ছবির ব্যবসা কী হবে তা ভাবাচ্ছে তাঁদের।

গত মাসেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’। প্রায় এক মাস হতে চললেও সেই ছবির জয়যাত্রা জারি। প্রায় ১০০০ কোটির ব্যবসা করছে ওই ছবি। প্রথম ঠিক ছিল ১০ তারিখ মুক্তি পাবে কার্তিকের এই ছবিটি। কিন্তু পাঠান ঝড়ের কারণে ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও ছবি ফাঁস হয়ে যাওয়ায় চিন্তায় তাঁরা। তবে শুধু এই ছবির ক্ষেত্রেই নয়, অতীতেও নানা বিগবাজেট ছবি তাদের ওয়েবসাইটে ফাঁস করে দিয়েছে ওই সংস্থা। বহুবার তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হলেও লাভের লাভ কিছু হয়নি। পাইরেসি নিয়ে প্রচারও চালান হয়েছে বারংবার। কিন্তু অসাধুরা যে সর্বত্র। প্রসঙ্গত, ‘শেহজাদা’ মুক্তির দিনেই আবার বক্স অফিসে মুক্তি পাচ্ছে ‘ভাটি’, ‘অ্যান্ট ম্যান ৩’-এর মতো ছবি। এত প্রতিযোগিতা ও অপূরণীয় ক্ষতির পরেও কি ছবিটি বক্সঅফিসে সাফল্য লাভ করতে পারবে? এই প্রশ্নই এখন লোকের মুখে মুখে।

কার্তিক আরিয়ান। মুখে মিষ্টি হাসি, গালে টোল পড়ে, টিনএজ তরুণীর স্বপ্নের পুরুষ তিনি। অন্যদিকে আবার হিট মেশিনও বটে। বলিউডের মন্দার বাজারে যখন অক্ষয়-আমিররা খাবি খাচ্ছেন তখন কার্তিক এলেন, দেখলেন এবং জয় করলেন বক্সঅফিস। ‘ভুলভুলাইয়া ২’-এর মধ্যে দিয়ে ছাপিয়ে গেলেন বাঘা বাঘাদের। করণ জোহরের সঙ্গে মতের অমিল হতেই তাঁর ছবিতে ‘না’ বলে দিলেন তিনি। কিন্তু রাজার রাজত্বে রাজপুত্র কতটা রাজ্যবিস্তার করতে পারবে এখন সেটাই দেখার।